গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশ ও গায়ক জেসে রাদারফোর্ডের প্রেম নিয়ে কয়েক মাস ধরেই বিনোদন–দুনিয়ায় আলোচনা চলছে। গত মাসে লস অ্যাঞ্জেলেসের একটি ভারতীয় রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার সারেন তাঁরা। এরপর তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে বিলি বা জেসের কেউই প্রেমের কথা স্বীকার করেননি। তবে ৫ নভেম্বর একটি অনুষ্ঠানে হাজির হন তাঁরা। অনুষ্ঠানে তাঁদের দেখা যায় এক কম্বলের নিচে। মনে করা হচ্ছে, অন্তরঙ্গভাবে অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাঁরা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বিলি ও জেসের রসায়ন।