এক কম্বলের নিচে প্রেমিক-প্রেমিকা

গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশ ও গায়ক জেসে রাদারফোর্ডের প্রেম নিয়ে কয়েক মাস ধরেই বিনোদন–দুনিয়ায় আলোচনা চলছে। গত মাসে লস অ্যাঞ্জেলেসের একটি ভারতীয় রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার সারেন তাঁরা। এরপর তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে বিলি বা জেসের কেউই প্রেমের কথা স্বীকার করেননি। তবে ৫ নভেম্বর একটি অনুষ্ঠানে হাজির হন তাঁরা। অনুষ্ঠানে তাঁদের দেখা যায় এক কম্বলের নিচে। মনে করা হচ্ছে, অন্তরঙ্গভাবে অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাঁরা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বিলি ও জেসের রসায়ন।

ঢিলেঢালা পোশাক, চোখে আই মাস্ক, সঙ্গে কম্বল নিয়ে অনুষ্ঠানে হাজির হওয়ায় অনেকে মন্তব্য করেন, ঘুম থেকে উঠে সরাসরি এসেছেন তাঁরা। তবে কম্বল নিয়ে অনুষ্ঠান আসা প্রসঙ্গে অবশ্য বিলি বা জেসে কিছু বলেননি
ছবি : এএফপি
২০ বছর বয়সী গায়িকা বিলি আইলিশ এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা। এর মধ্যেই জিতেছেন সাতটি গ্র্যামি পুরস্কার, গড়েছেন দুটি গিনেস রেকর্ডও
মার্কিন গায়ক, গীতিকার ও অভিনেতা জেসে জেমস রাদারফোর্ড অলটারনেটিভ রক ব্যান্ড ‘দ্য নেইবারহুড’-এর লিড ভোকালিস্ট
২০ বছর বয়সী বিলি ও ৩১ বছর বয়সী জেসের প্রেমের গুঞ্জন রটার পর আলোচনায় আসে তাঁদের বয়সের ব্যবধান। নিজেরদের প্রেম নিয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেউ। তবে বিলি ও জেসে পাপারাজ্জিদের তোয়াক্কা না করে প্রকাশ্যে ঘুরে বেড়ান