১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম আইয়ুব বাচ্চুর। তাঁর বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন। রক ব্যান্ড ‘এলআরবি’র গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রুপালি গিটার’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর। চার বছর আগের এই দিনে রুপালি গিটার ফেলে বহুদূরে চলে গেলেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর চিরতরুণ সেই ব্যান্ড তারকার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল চিরকালের জন্য। গিটার হাতে আর মঞ্চ মাতাবেন না তিনি। আজ এই তারকার প্রয়াণ দিনে ফেসবুকে তাঁর সহযাত্রী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা নানা স্মৃতিকথা লিখেছেন।