তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল
তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল

কলকাতায় ঢাকার তিন ব্যান্ড

কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল। ২২ ও ২৩ জুলাই কলকাতার রবীন্দ্রভবনে বসছে এ কনসার্টের পঞ্চম আসর। ২০১৯ সাল থেকে ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট।

দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল

আয়োজক বিপাশ সরকার আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, দু‌ই দিনে ঢাকা ও কলকাতার ১৪টি ব্যান্ড গান পরিবেশন করবে। এর মধ্যে প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ; এদিন এ কে রাহুলও গাইবে। দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল।

প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ

ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানালেন বিপাশ। কনসার্টের দিন আরও টিকিট বিক্রির আশা করছেন তিনি।
২০১৯ সাল থেকে প্রতিবছর ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে ‘মৈত্রী কনসার্ট’-এর আয়োজন করছে জেন নেক্সট। এর আগে আর্টসেল, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্সের পরিবেশনা উপভোগ করেন কলকাতার দর্শকেরা।

এ কে রাহুল গাইবে প্রথম দিন

গত বছরের কনসার্টে আফটারম্যাথের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তা হয়নি। এই বছর ব্যান্ডটির সঙ্গে মেঘদল ও এ কে রাহুল যুক্ত হয়েছে। মেঘদলের ‘এ হাওয়া’ গানটি কলকাতায় আলোচিত হয়েছে। ব্যান্ড অঙ্গনে আফটারম্যাথ ও এ কে রাহুলের পরিচিতি রয়েছে।
এই কনসার্টে ঢাকার ব্যান্ডের পাশাপাশি কলকাতার ব্যান্ডের মধ্যে হেডলাইন ব্যান্ড হিসেবে থাকছে ‘কালপুরুষ’, ‘মিসিং লিঙ্ক’, ‘ব্লাড’।