কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘আওয়াজ উডা’ গেয়ে আলোচিত তরুণ র্যাপার হান্নানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি)।
২৫ জুলাই নারায়ণগঞ্জের ভুইঘর এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা–পুলিশ। আদালতে তোলার পর তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৮ জুলাই ‘আওয়াজ উডা’ প্রকাশের পর দেশজুড়ে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জের এই র্যাপার। প্রতিবাদের গানটি লিখেছেনও তিনি। ১৩ দিনের ব্যবধানে গানটি ইউটিউবে প্রায় ছয় লাখবার দেখা হয়েছে। ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।
হান্নানকে গ্রেপ্তারের ঘটনায় ঢাকার নির্মাতা, সংগীতশিল্পী, অভিনয়শিল্পীসহ আরও অনেকে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে হান্নানকে নিয়ে সোচ্চার হয়েছে আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি)। সংগঠনটি এশিয়ার শিল্পীদের সুরক্ষা ও শৈল্পিক স্বাধীনতা নিয়ে কাজ করে। অবিলম্বে হান্নানের মুক্তির দাবি তুলেছে এআরসি।
দুই সপ্তাহ ধরে ‘আওয়াজ উডা’ গানটি কোটা সংস্কার আন্দোলনের ভার্চ্যুয়াল কণ্ঠস্বরে পরিণত হয়েছে বলে জানিয়েছে এআরসি। বিবৃতিতে এআরসির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ইন্টারন্যাশনাল প্রোগ্রামস) অ্যাডাম শাপিরো বলেন, ‘বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নির্দয়ভাবে আক্রমণ করা হয়ে থাকে; হান্নানকে নির্বিচার গ্রেপ্তারের ঘটনা তারই অংশ।’
‘এআরসির তরফ থেকে অবিলম্বে হান্নানের মুক্তির আহ্বান জানাচ্ছি। বাংলাদেশিরা নিরাপত্তা বাহিনীর দমন–পীড়নের মুখে রয়েছে; আমরা দেশটির সাধারণের মানুষের প্রতি সংহতি জানাই।’ লিখেছেন অ্যাডাম শাপিরো।
‘আওয়াজ উডা’ গানের সংগীত পরিচালক সামির ইসলামের বরাতে এক প্রতিবেদনে ডেইলি স্টার লিখেছে, একজনের জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে হান্নান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে আটকায় পুলিশ। অভিযোগ রয়েছে, হান্নানের মুঠোফোনে কোটা সংস্কার আন্দোলনের কিছু ভিডিও পাওয়ায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘জাস্টিস ফর হান্নান’
হান্নানকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন নির্মাতা, শিল্পীরা। ‘জাস্টিস ফর হান্নান’ হ্যাশট্যাগে সোচ্চার হয়েছেন অনেকে।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আওয়াজ উডা, বাংলাদেশ/গণহত্যার বিচার চাই/আওয়াজ উডা, বাংলাদেশ/পরিবর্তন চাই/আওয়াজ উডা, উডা বাংলাদেশ। “আওয়াজ উডা” গাওয়ার জন্য তাঁরা শিল্পীকে গ্রেপ্তার করেছে। আমরা সবাই মিলে গাইব, “আওয়াজ উডা”।’
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল লিখেছেন, ‘এভাবে কেউ কোনো দিন কণ্ঠ রোধ করতে সফল হয়নি। ইতিহাসের শিক্ষা নিন, গায়ক হান্নানকে মুক্তি দিন।’
সোনার বাংলা সার্কাসের ভোকালিস্ট প্রবর রিপন লিখেছেন, ‘গায়ককে বন্দী করা যায়, গানকে নয়। কেন না, তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র্যাপার হান্নানের মুক্তি চাই।’
অভিনয়শিল্পী সোহেল মণ্ডল লিখেছেন, ‘আপনি গান লিখতে, গাইতে পারবেন না, সিনেমা বানাইতে পারবেন না, কবিতা লিখতে পারবেন না। আপনার ন্যারেটিভের সঙ্গে না মিললে জেল–জুলুম করবেন। অধিকারের কথা, দাবিদাওয়া তুললে আপনাকে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। “রাজাকার” ট্যাগ দিয়ে চেতনার আস্ফালন করবেন। এইটা কোন চেতনা, কেউ একটু বুঝায়ে দিয়েন।’
চিরকুটের সুমী, সংগীতশিল্পী জেফার রহমান, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, খায়রুল বাসারসহ আরও অনেকে সোচ্চার হয়েছেন।