রিয়ানা
রিয়ানা

রিয়ানার ১২ ফুট উচ্চতার ‘লাগেজে’ কী আছে?

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে এখন হইহই–রইরই কাণ্ড। তিন দিনব্যাপী আয়োজনে উপস্থিত থাকছেন দেশি-বিদেশি বড় বড় তারকা থেকে শুরু করে ব্যবসায়ীরা। গতকাল শুরু হয়ে গেছে অনন্ত আর রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান। অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন হলিউডের পপ গায়িকা রিয়ানা। কোটি কোটি ডলার খরচ করে তাঁকে নিয়ে এসেছেন মুকেশ আম্বানি।
অনন্ত-রাধিকার সংগীত অনুষ্ঠানের আসর মাতাতে রিয়ানার পারিশ্রমিকের খবরও এখন তুমুল চর্চিত বিষয়। হবেই বা না কেন! রিহানার পোশাক থেকে শুরু করে বাদ্যযন্ত্র আর মিউজিশিয়ানদেরও তুলে আনা হয়েছে গুজরাটের জামনগরে।

রিয়ানার ব্যাগ-লাগেজের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে

শুধু রিহানার পারিশ্রমিক নিয়েই যে আলোচনা হচ্ছে তা নয়, গায়িকার লাগেজ নিয়েও তুমুল কাণ্ড ঘটে যাচ্ছে নেট দুনিয়ায়। গায়িকার নাকি কিছু একটা খোয়া গেছে! আম্বানিদের বিয়েতে এসে কী খোয়ালেন রিয়ানা?

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রিয়ানার লাগেজ প্রকাণ্ড। দৈত্যাকার সেই লাগেজের উচ্চতা প্রায় ১২ ফুট।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে রিয়ানা

শুধু তা–ই নয়, রিয়ানার ব্যাগ-লাগেজের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু রিয়ানার এই লাগেজে কী আছে? এই প্রশ্ন করতে করতে খেই হারাচ্ছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘রিয়ানা নিজের সঙ্গে কী এনেছেন? পুরো বাড়িটাই তুলে এনেছেন?’ এসব মন্তব্য দেখেছেন গায়িকাও। চটজলদি উত্তরে রিয়ানা জানান, ‘ইশ, আমার মঞ্চটাই তো লাগেজের মধ্যে আঁটল না’। সত্যিই রসিক রিয়ানা! তাঁর কিছুই হারায়নি।

তবে মঞ্চটাকে যে গায়িকার খুব মনে পড়ছে, সেটা তাঁর উত্তরেই বোঝা যাচ্ছে। সে যা–ই হোক, আম্বানিদের বিয়ের আয়োজনে এমন ঘটনা খুব স্বাভাবিক ব্যাপার। বিপুল পারিশ্রমিক নেওয়া রিয়ানার লাগেজ বড় হওয়াটাও অবান্তর কিছু নয়। জামনগরে পা দেওয়ার পর থেকে রিহার্সেলও শুরু করে দেন গায়িকা। সেই ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আম্বানিদের বিগ বাজেটের অনুষ্ঠান এরই মধ্যে শুরু হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে অ্যান ইভনিং ইন এভারল্যান্ড।

আম্বানি পরিবার

যেখানে সংগীত পরিবেশন করেছেন পপ গায়িকা রিয়ানা। তাঁর পাশাপাশি তিন দিনব্যাপী অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংসহ ভারতের বড় বড় সংগীতশিল্পী। আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। বিয়েতেও এলাহি আয়োজনের পরিকল্পনায় মুকেশ-নীতা আম্বানি।