মাসখানেক আগে জনপ্রিয় কে পপ গায়িকা পার্ক বো রাম মারা গেছেন। ৩০ বছর বয়সী এই গায়িকার হঠাৎ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বলা হচ্ছিল, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফরেনসিক সার্ভিসের চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে নামজাংজু নামবু পুলিশ স্টেশন কোরীয় সংবাদমাধ্যম নেভারকে জানিয়েছে, ‘ময়নাতদন্ত প্রতিবেদন থেকে আমরা অনুমান করছি, অ্যালকোহলের তীব্র বিষক্রিয়ায় মারা গেছেন পার্ক বো রাম।’
গত মাসের ১১ এপ্রিল এক পরিচিত ব্যক্তির বাসায় ছিলেন পার্ক; সেখানে তাঁর সঙ্গে আরও দুই নারী ছিলেন। সেই বাসায় অসুস্থ হয়ে পড়লে পার্ক বো রামকে হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেক পর তাঁর মৃত্যু হয়েছে।
নাম না প্রকাশের শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই বাসায় দুই পরিচিতজনের সঙ্গে কোরীয় মদ ‘সোজু’ পান করেছিলেন। তবে তিনি খুব বেশি পরিমাণে খাননি। তবে তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় তীব্র বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।’
২০১০ সালে ‘সুপারস্টার কেটু’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বো রাম। ২০১৪ সালে ‘বিউটিফুল’ গান দিয়ে অভিষেক ঘটে তাঁর।
মৃত্যুর সপ্তাহখানেক আগেও নতুন একক গান ‘আই মিস ইউ’ প্রকাশ করেছিলেন এই গায়িকা।