অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি স্থানীয় সংগীতশিল্পী এহসান আহমেদের একক পরিবেশনা
অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি স্থানীয় সংগীতশিল্পী এহসান আহমেদের একক পরিবেশনা

সিডনির এহসান বাংলা গানে দর্শক মাতালেন

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল সংগীতানুষ্ঠান ‘বসন্ত বিকেলে আমরা’। আর এতে বাংলা গানে দর্শক মাতলেন। সম্প্রতি সিডনির ক্যাসুলা পাওয়ার হাউস আর্টস সেন্টারে বাংলা গানের এই আসর বসে। অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি স্থানীয় সংগীতশিল্পী এহসান আহমেদের একক পরিবেশনা। আর এমন একক পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের বিপুল প্রশংসা পেয়েছেন এহসান। তাঁর ও বাদকদের মেলবন্ধনে গানের আসরটি দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন।
সংগীতানুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। অনুষ্ঠান শুরুর প্রারম্ভেই অনুষ্ঠান প্রাঙ্গণ ভরে ওঠে দর্শক সমাগমে।

সংগীতশিল্পী এহসান আহমেদ
প্রথম আলো

অনুষ্ঠানের সূচনা পর্বের পরপরই জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীর ‘আমি বিশ্বাস করি সংগীতে’ গানের মধ্য দিয়ে পরিবেশনা শুরু করেন এহসান। এরপর গান-আড্ডার সঙ্গে একের পর এক গেয়ে শোনান—‘মাস্ত কালান্দার’, ‘দিন যায় কথা থাকে’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘আমি বাংলায় গান গাই’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘সেই তুমি’, ‘এত সুন্দর দুনিয়া’র মতো জনপ্রিয় বাংলা গান।

অনুষ্ঠান শুরুর আগেই অনুষ্ঠান প্রাঙ্গণ ভরে ওঠে দর্শক সমাগমে

গানের অনুষ্ঠানটির আয়োজন করেছিল সিডনির সাংস্কৃতিক সংগঠন ‘গানপোকা’। দুই মাস আগে সংগীতানুষ্ঠানের ঘোষণা দেওয়ার পরপরই সব টিকিট আগাম বিক্রি হয়ে গিয়েছিল। গান উপভোগ শেষে মুগ্ধতার কথা জানান সিডনিপ্রবাসী বাংলাদেশি বাংলা সিডনি ডটকমের সম্পাদক আনিসুর রহমান। তিনি বলেন, ‘এহসানের বাংলা গানের পরিবেশনাটি দারুণ উপভোগ করেছি। সিডনির স্থানীয় কোনো শিল্পীর একক পরিবেশনা এর আগে এত জমজমাট হতে দেখিনি। পাশাপাশি বাদকদের কাজও এককথায় মুগ্ধ করার মতো ছিল।’