তখন অ্যালবামের যুগ। হৃদয় খান একের পর এক জনপ্রিয় সব গান উপহার দিচ্ছেন। সেখানে একক ও মিক্স অ্যালবামে নিয়মিত জুটি হিসেবে থাকতেন শফিক তুহিন ও হৃদয় খান। কিন্তু হঠাৎ এই জুটির গান বন্ধ হয়ে যায়। এবার ১২ বছর পর হৃদয় খানের ডাকে সাড়া দিয়েছেন শফিক তুহিন। গান নিয়ে আড্ডা–কথায় তৈরি হলো নতুন গান। গানটির শিরোনাম পিছুটান।
শফিক তুহিন বলেন, ‘একদিন হৃদয় খান ফোন দিয়ে বলল, চাচ্চু আসেন একটা গান করি। ১২ বছর পর আমরা গান নিয়ে কথা বললাম। আগে আমরা যে গান করেছি, সে ধারা থেকে এখন গানে শ্রোতাদের রুচি অনেকটাই পরিবর্তন হয়েছে। সেগুলো মাথায় রাখতে হলো। দর্শক এই সময়ে কী ধরনের গান শুনতে চায়, সেটা নিয়ে আমরা কথা বললাম। সেটাকে প্রাধান্য দিয়ে আমরা চাচা–ভাতিজা নতুন এ গানটি করেছি। এই গানে সেই হৃদয় খানকে নতুন করে পাবেন দর্শকেরা।’
পিছুটান শিরোনামের এ গানটি নিয়ে এক্সসাইটেড শিল্পী হৃদয় খান। দুই সপ্তাহ আগে রেকর্ডিং করা গানটি তিনি ইতিমধ্যে বেশ কিছু কনসার্টে গেয়েছেন। এক সংবাদ বার্তায় তিনি বলেন, ‘ইতিমধ্যে বেশ কিছু কনসার্টে গানের কিছু অংশ গেয়েছি। সেখানে দেখলাম শ্রোতারা গানটি ভালোভাবেই নিচ্ছেন। গানটি নিয়ে তাঁদের অনেক আগ্রহ। আমাদের দর্শকেরা আমার কাছে যে ভিন্ন ধরনের গান চান, সেটাই তাঁরা পাবেন। আশা করছি, গানটি শুনে তাঁদের ভালো লাগবে।’
বেশ কিছু দিন থেকেই ফেসবুকে গানটির প্রচারণা চালাচ্ছেন এই গায়ক। হৃদয় খান জানান, গানটি আগামীকাল শুক্রবার হৃদয় খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘হৃদয় খান’–এ মুক্তি পাচ্ছে। সর্বশেষ তাঁরা একসঙ্গে গান করেছিলেন ২০১১ সালে রূপসী শিরোনামে একটি গানে।