আরবোভাইরাসকে নিয়ে ‘অবাস্তব লাইভ’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি
আরবোভাইরাসকে নিয়ে ‘অবাস্তব লাইভ’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি

আরবোভাইরাসকে নিয়ে ‘অবাস্তব লাইভ’

সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে রক ব্যান্ড আরবোভাইরাসের স্টুডিও অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’–এর দ্বিতীয় গান ‘অবাস্তব’। আরবোভাইরাসকে নিয়ে ‘অবাস্তব লাইভ’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

আগামী শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে কনসার্টটি শুরু হবে, চলবে রাত ১০টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সভাপতি শিবলী হাসান আজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আরবোভাইরাস যাত্রা করেছে। ব্যান্ডটির ‘অবাস্তব’ গানের মুক্তি উপলক্ষে তাঁরা এ কনসার্টের আয়োজন করছেন।

আরবোভাইরাস ছাড়া এতে গান পরিবেশন করবে ব্ল্যাক, বে অব বেঙ্গল, মেট্রোলাইফ, আপেক্ষিক, ফিউজড ও কলস্লো। টিএএসির মূল ফটকে টিকিট পাওয়া যাচ্ছে, টিকিটের মূল্য ২০০ টাকা।

এর আগে গত ৩০ মার্চ আরবোভাইরাসের চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’-এর প্রথম গান ‘অনুভূতি’ প্রকাশিত হয়েছে। আগামী জুনে আসবে তৃতীয় গান।