সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় স্মরণ করা হয় কবিগুরুকে
সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় স্মরণ করা হয় কবিগুরুকে

সিডনিতে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপিত

অস্ট্রেলিয়ার সিডনিতে  উদ্‌যাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উৎসব। গত শনিবার সিডনির ক্যাম্পবেলটাউন সিভিক হলে অনুষ্ঠিত এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় স্মরণ করা হয় কবিগুরুকে। অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি রবীন্দ্র পরিবেশনা উপভোগ করেন।

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানটি সাজানো হয়েছিল কবিগুরুর সৃষ্টি পূজা, প্রকৃতি ও প্রেম ভাগে। উৎসবসন্ধ্যার সূচনা হয় সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর একে একে স্থানীয় প্রবাসী বাংলাদেশি নারী ও শিশুশিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক রবীন্দ্রসংগীত, কবিতা, নাচ এবং আমন্ত্রিত অতিথিদের রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া একদিকে উৎসব প্রাঙ্গণ, যেমন সাজানো হয়েছিল রবীন্দ্রনাথের বাড়ির আদলে তেমনই তাঁর বাড়ির খাবারের মতোই দেশি খাবারও ছিল উৎসবের অংশে। অনুষ্ঠান উপভোগ শেষে প্রবাসী বাংলাদেশি আল মামুন বলেন, ‘বাংলার এক অবিচ্ছেদ অংশ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ। তাঁর সাহিত্যকর্ম বাংলাদেশে উদ্‌যাপন করতে পারলেও বিদেশে সুযোগ কিছুটা কম। তাই এই রবীন্দ্রজয়ন্তী আমাদের রবীন্দ্র সাহিত্য উপভোগ করার দারুণ একটি সুযোগ করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে।’

প্রতিষ্ঠার পর তৃতীয়বারের সিডনিতে রবীন্দ্রজয়ন্তী উৎসব আয়োজন করেছে সিডনির বাঙালি সংগঠন আমাদের কথা। প্রবাসে বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীতে আরও বড় আয়োজনের আশা করেছেন সংগঠকদের অন্যতম পূরবী পারমিতা বোস।