প্রতিষ্ঠার ২৬ বছর পার করছে গানের দল দলছুট। লম্বা এই সময়ে দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করেছে তারা। দেশের বাইরে শুধু ভারতে কনসার্ট করেছে দলছুট। এবারই প্রথম অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে গেছে এই গানের দল। তিন দিন আগে সদলবল সিডনি পৌঁছান বাপ্পা মজুমদার। জানা গেছে, অস্ট্রেলিয়ার পাঁচটি রাজ্যে ছয়টি কনসার্ট করবেন তাঁরা। আগামী মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরবে দলছুট।
সিডনি থেকে গতকাল বুধবার সন্ধ্যায় বাপ্পা মজুমদার জানান, ৩০ সেপ্টেম্বর ক্যানবেরায় স্টেজ শো দিয়ে দলছুটের অস্ট্রেলিয়ায় কনসার্ট শুরু হবে। এরপর অক্টোবরে অ্যাডিলেড, মেলবোর্ন, ব্রিসবেন ও সিডনিতে গান করবেন তাঁরা।
বাপ্পা বলেন, ‘আয়োজকদের সঙ্গে ছয় মাস ধরে আলাপ হচ্ছিল।
আয়োজকদের পরিকল্পনার কথা শুনে ভালো লাগে, একটা পর্যায়ে আমরাও অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিই। এরই মধ্যে অনেকে আমাদের ফেসবুক পেজে কনসার্টের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে। প্রবাসী বাঙালি শ্রোতাদের দারুণ কিছু গান উপহার দিতে চেষ্টা করব। আশা করছি, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরব।’
দলছুট এবারই প্রথম অস্ট্রেলিয়াতে কনসার্ট করতে গেলেও বাপ্পা মজুমদার এককভাবে এর আগে দুবার গান গাইতে গিয়েছিলেন। ১৯৯৬ সালের নভেম্বরে গড়ে ওঠা দলছুট ব্যান্ডের প্রথম অ্যালবাম আহ প্রকাশিত হয় পরের বছর।
ব্যান্ডের সদস্যরা ছাড়াও অস্ট্রেলিয়া ট্যুরে বাপ্পার সঙ্গে আছেন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইন এবং মেয়ে পিয়েতা। অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার ঠিক এক দিন আগে বাপ্পা মজুমদার তাঁর একক সংগীতজীবনের ৩০ বছর উদ্যাপন কনসার্টে অংশ নেন। সেই কনসার্টে তাঁর গায়কি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।