গত ঈদে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গায়িকা হিসেবে অভিষেক হয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তাহসানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি মুক্তির পর থেকেই আলোচনায় ছিল। গতকাল বিকেলে গানটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে শীর্ষে ছিল। এ ছাড়া সেরা দশে আছে ঈদের মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘রাজকুমার’-এর তিনটি গান। ট্রেন্ডিংয়ে সেরা দশে জায়গা পেয়েছে দুটি গজল ও দুটি র্যাপ গানও।
‘রঙে রঙে রঙিন হব’ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুলের। ১৬ এপ্রিল ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেল মুক্তির পর থেকে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গানটির ভিউ ১৮ লাখ ৯৫ হাজারের বেশি।
গানটি নিয়ে আগে প্রথম আলোকে ফারিণ বলেছিলেন, ‘প্রথমবার গান করলাম। তা-ও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। গানটির সঙ্গে সব প্রিয় মানুষ জড়িত। তাহসান ভাই তো আছেনই। গানটির গীতিকার বকুল ভাই, সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। প্রথম গানটিই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
ট্রেন্ডিংয়ে দুই নম্বরে আছে হিমেল আশরাফের সিনেমা ‘রাজকুমার’-এর টাইটেল ট্র্যাক ‘রাজকুমার’। এই গান দিয়ে আবারও গত বছরের আলোচিত গান ‘ও প্রিয়তমা’র জুটি বালাম ও কোনালকে পাওয়া গেল। গত ২৮ মার্চ ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তির পর গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গানটির ভিউ ১ কোটি ৩৩ লাখ ৬১ হাজারের বেশি।
আসিফ ইকবালের লেখা, আকাশের সংগীত পরিচালনায় গানটিতে পর্দায় দেখা গেছে শাকিব খান ও কোটর্নি কফিকে। মন্তব্যের ঘরে গানটির প্রশংসা করেছেন অনেক দর্শক। বালাম ও কোনালের গায়কির প্রশংসা করে এক দর্শক লিখেছেন, ‘সত্যি এই গানটা আমার মন ছুঁয়ে গেছে। বালাম ভাইয়া ও কোনাল আপাকে অশেষ ধন্যবাদ এমন একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য।’
ট্রেন্ডিংয়ের তিনে আছে একই ‘রাজকুমার’ সিনেমার আরেকটি গান ‘বরবাদ’। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটি গেয়েছেন নতুন শিল্পী আলিফ। গতকাল বিকেল পর্যন্ত গানটির ভিউ ৩৪ লাখ ২৩ হাজারের বেশি। এ গানে পর্দায় দেখা গেছে শাকিব খানকে। এখানে শীতকালে গ্রামের সৌন্দর্য উঠে এসেছে।
তালিকার চার নম্বরে আছে র্যাপ গান ‘ডিজে’। আহমেদ শাকিবের গানটি তরুণেরা বেশ পছন্দ করেছেন। গতকাল বিকেল পর্যন্ত গানটির ভিউ ১ লাখ ৭ হাজারের বেশি। গানটির মন্তব্যের ঘরে দেশ-বিদেশ থেকে গায়কের অনেক ভক্ত প্রশংসা করেছেন। ট্রেন্ডিংয়ের পাঁচে রয়েছে একটি গজল। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া গজলটির গায়ক সৈয়দ আহমেদ। এটি লিখেছেন রাশেদ বিন শফিক, সুর করেছেন গায়ক নিজেই। ৯ এপ্রিল মুক্তির পর থেকে গতকাল বিকেল পর্যন্ত গজলটির ভিউ ১১ লাখ ৭১ হাজারের বেশি।
ট্রেন্ডিংয়ের ছয়ে রয়েছে ‘রাজকুমার’ সিনেমার আরও একটি গান ‘আমি একাই রাজকুমার।’ গানটির তালে পর্দায় নেচেছেন শাকিব খান। ফেরারি ফরহাদের লেখা এই গান গেয়েছেন শামীম হাসান; সুর করেছেন ইমন চৌধুরী। সাতে রয়েছে ইমরান মাহমুদুল ও মারুফা তৃষার নতুন গান ‘ভালোবাসি বলে যাও’। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।
আটে রয়েছে আরেকটি র্যাপ গান ‘সর্বনাশ’। নোবেল মাহমুদ ও শুভ হামিমের গাওয়া গানটি লিখেছেন নোবেল মাহমুদ ও মেঘদূত আলী। সংগীত পরিচালক সোহান রহমান। নয় নম্বরে রয়েছে আরেকটি গজল ‘আবু বাকার’। এটি গেয়েছেন সৈয়দ আহমেদ। ইউটিউব ট্রেন্ডিংয়ের দশে রয়েছে একটি বড় চমক। এখানে জায়গা করে নিয়েছে গত বছর মুক্তি পাওয়া হিমেল আশরাফের সিনেমা প্রিয়তমার হিট গান ‘ও প্রিয়তমা’। বালাম ও কোনাল জুটির এই গান মুক্তির পরই সাড়া ফেলেছিল। প্রায় এক বছর পরও গানটি ট্রেন্ডিংয়ের সেরা দশে থাকা নিঃসন্দেহে বড় ঘটনা।