অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন তাহসান, এবারই প্রথম নন, আগেও এসেছেন। সিডনির প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন আগামী ১ জুন। তবে এবার তাঁর এই সিডনি ভ্রমণে বেজায় খুশি তাঁর মা জেড এন তাহমিদা বেগম। কিন্তু কেন?
জানতে তাহসানের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাহসান বলেন, ‘এবার সিডনি এসেছি, আমার মা খুব খুশি। কারণ, তাঁর ভাই মানে আমার মামা থাকেন সিডনিতে। কিন্তু তিনিসহ তাঁর পরিবার নাকি আমার শো-এর কোনো টিকিট কিনতে পারেননি, এর আগেই সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। দেশের বাইরেও ছেলের প্রতি মানুষের এমন ভালোবাসায় অনেক খুশি হয়েছেন আমার মা। মায়ের এই আনন্দে এবারের সিডনি ভ্রমণটাও ছেলে হিসেবে আমার কাছে অন্য রকম ভালো লাগার। দেখা হবে সবার সঙ্গে আশা করছি।’
গত বুধবার সিডনির স্থানীয় সময় রাতে সিডনি পৌঁছান তাহসান ও তাঁর ব্যান্ড দলের সদস্যরা। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করেন আয়োজকেরা। ১ জুন শনিবার সন্ধ্যা ছয়টায় সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে দর্শক-শ্রোতাদের গান শোনাবেন তিনি। তাঁর সিডনিতে আগমন নিয়ে এরই মধ্যে দেশটির বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আর আরও অনেক সপ্তাহ আগেই এই লাইভ কনসার্টের সব টিকিট আগাম বিক্রি হয়ে যায়।
তাহসানের গান শোনার অপেক্ষায় আছেন এমন একজন প্রবাসী বাংলাদেশি নাজমুন নেছা। তিনি বলেন, ‘অনুষ্ঠানের ঘোষণা হয়েছে কয়েক মাস আগে মনে হয়। সেই থেকে যে অপেক্ষা শুরু করেছি, দিন যেন শেষই হচ্ছে না। তাহসানের গানের ভক্ত আমি ও আমার পরিবার। সবাই মিলে উপভোগ করতে যাচ্ছি।’ গানের অনুষ্ঠানটির আয়োজন করেছে সিডনির ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া।