গত বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন টেলর সুইফট। এদিন তিনি স্টেডিয়ামে উপস্থিত ৯২ হাজার দর্শককে গানে গানে মাতিয়ে রাখেন। রয়টার্স অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিনোদন ডেস্ক
গত সপ্তাহে নিরাপত্তার কারণে ভিয়েনার সুইফটের কনসার্ট বাতিল করা হয়েছিল। এদিন ওয়েম্বলিতে তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এএফপি
এদিনের কনসার্টের বড় চমক ছিল সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ গায়ক এড শিরানের উপস্থিতি। মঞ্চে শিরান ও সুইফটকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়। রয়টার্স ছবি তুলে দিনটি স্মরণীয় করে রেখেছেন অনেকেই। রয়টার্সএদিন লন্ডনের রাস্তা, দেয়ালও হয়ে ওঠে সুইফটময়। এএফপি