ভারতের গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তাঁর কনসার্ট মানেই হুড়মুড় করে টিকিট শেষ হয়ে যাওয়া। গায়ক বর্তমানে ভারতে তাঁর ‘দিল-লুমিনাতি’ সফর করছেন, আগামীকাল ৩০ নভেম্বর কলকাতায় গাইবেন তিনি। এ কনসার্টের সব টিকিট শেষ হয়েছে মুহূর্তের মধ্যেই। তবে টিকিট বিক্রির জন্য নয়, ভক্তের হৃদয় জয় করে এবার সংবাদের শিরোনাম হলেন এ গায়ক। গান দিয়ে নয়, গায়ক দিলজিৎ এবার ভালোবাসা দিয়ে জিতে নিলেন ভক্তের ‘দিল’।
কলকাতায় দিলজিতের কনসার্টের টিকিট নিয়ে হয়েছে হুলুস্থুল। টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় সব টিকিট। কনসার্টের আগে এক ভক্ত টিকিট চেয়ে বসলেন খোদ দিলজিতের কাছে, আর ভক্তের সেই আহ্বানে সাড়া দিলেন এ গায়ক। তাঁর এই কাণ্ড নতুন করে জয় করল ভক্তদের হৃদয়।
বোনকে নিয়ে প্রিয় গায়কের কনসার্ট দেখতে চান মনিন্দর সিং সোখি নামের এক ভক্ত। কিন্তু কোথাও নেই টিকিট। শেষমেশ প্রিয় গায়কের দ্বারস্থ হলেন তিনি। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দিলজিৎ, আমি বহু বছর ধরে চাইছিলাম কলকাতায় আপনার একটি শো হোক, কিন্তু এখন যখন এটা হতে চলেছে, তখন আমি টিকিট পাইনি। কারণ, এক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দয়া করে আমি কি ৩০ নভেম্বর আপনার কলকাতা কনসার্টের জন্য দুটি টিকিট পেতে পারি (আমার এবং আমার বোনের জন্য)।’
এই পোস্ট দেখেই জবাব দেন দিলজিৎ। ভক্তের এই পোস্টে চেক মার্ক ইমোজি দেন। দিলজিতের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লেখেন, ‘দিলজিৎ আপনি মহৎ, আপনার হৃদয় অনেক বড়।’ অন্য একজন লিখেছেন, ‘অভিনন্দন মনিন্দর সোখি, তুমি কত ভাগ্যবান ভক্ত।’
এই প্রথমবার নয়, এর আগেও আরও এক ভক্তের জন্য এমন করেছিলেন দিলজিৎ। গত মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শো করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এক তরুণ ভক্ত দিলজিৎকে আরও জোরে গান গাইতে বলেন, যাতে ওই ভক্ত স্টেডিয়াম থেকে কিছুটা দূরে তাঁর বাড়ি থেকে গান শুনতে পারেন। বিষয়টি চোখে পড়ে দিলজিতের, গায়ক তখন এ ভক্তকে অনুষ্ঠানস্থলে আসার নিমন্ত্রণ জানান, তারপর ওই ভক্ত ও তাঁর পরিবারকে শোর টিকিট দিয়েছিলেন দিলজিৎ।
গত ২৬ অক্টোবর শুরু হয়েছে দিলজিৎ দোসাঞ্জের ভারত ট্যুর। ইতিমধ্যেই তিনি দিল্লি, জয়পুর, লক্ষ্ণৌ, হায়দরাবাদ, আহমেদাবাদ ও পুনেতে কনসার্ট শেষ করেছেন।
কলকাতার পর চণ্ডীগড়, ইন্দোর, বেঙ্গালুরুসহ বেশ কয়েকটি শহরে লাইভ কনসার্ট করবেন। বছর শেষে আগামী ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠান করে তিনি তাঁর ভারত সফর শেষ করবেন। ভারত ট্যুরের আগে দিলজিৎ ৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ইউরোপজুড়ে পারফর্ম করেছেন। এ বছরের শুরুতে তিনি ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে পারফর্ম করার জন্য প্রথম পাঞ্জাবি সংগীতশিল্পী হিসেবে ইতিহাস তৈরি করেন। সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন দিলজিৎ।