গত সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। মৃত্যুর আগেই তিনি লিখে রেখে গেছেন বেশ কয়টি গান। রেখে যাওয়া গানগুলো থেকে সম্প্রতি একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী রুনা লায়লা। এ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে শ্রোতারা দীর্ঘদিন পর রুনা লায়লার কণ্ঠে পেতে যাচ্ছেন একটি দেশাত্মবোধক গান। ৩ ডিসেম্বর ঢাকার বনশ্রীতে এ গানের সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন রুনা লায়লা। ‘যদি প্রশ্ন করো, কতটা ভালোবাসি তোমাকে/ ও আমার দেশ আমি জবাব দেব, ততটাই ভালোবাসি/ যতটা ভালোবাসি আমার মাকে’—এমন কথার গানটির সুর করেছেন শফিক তুহিন।
জানা গেছে, এর আগে শফিক তুহিনের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। চ্যানেল আইয়ের জন্য তৈরি সেই গানের সুর ও সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার।
এদিকে দীর্ঘদিন পর দেশাত্মবোধক গানে কণ্ঠ দিতে পেরে নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে বলে প্রথম আলোকে জানান রুনা লায়লা। তিনি বলেন, ‘খুবই চমৎকার কথামালা আর সুরের একটি গান। গাজী ভাইয়ের লেখা তো বরাবরই অতুলনীয়। বেঁচে থাকতে তাঁর লেখা গানে সুরও করেছিলাম। এবার শফিক তুহিন যখন গাজী ভাইয়ের লেখা গানে সুর করে গাওয়ার প্রস্তাব দেয়, আমি সানন্দে রাজি হই। আমার কাছে মনে হয়েছে, একজন শিল্পী হিসেবে এই গানের মাধ্যমে গাজী মাজহারুল আনোয়ারের মতো গীতিকবির প্রতি ট্রিবিউট দেওয়াও হলো। অনেক দিন পর একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিতে পেরে সত্যি ভীষণ ভালো লাগল।’
রুনা লায়লার গাওয়া এ গান প্রকাশিত হবে টিএম মিউজিকের ব্যানারে। ৯ ডিসেম্বর গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে। ভিডিওচিত্রে রুনা লায়লাও অংশ নেবেন। বিজয় দিবসের আগেই গানটির ভিডিওচিত্র প্রকাশিত হবে।
‘যদি প্রশ্ন করো’ শিরোনামের গানটির সুরকার শফিক তুহিন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এর আগে আমার লেখা গান রুনা লায়লা গেয়েছিলেন। এবার প্রথমবারের মতো আমার সুর করা গান গাইলেন, তা-ও আবার একজন কিংবদন্তি গীতিকবির লেখা। একই গানে দুজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম বড় অর্জন। আমি আশা করছি, গানটি শোনার পর সবার মধ্যে সত্যিকারের দেশপ্রেম জেগে উঠবে।’