বাংলা নতুন বছরের শুরুতেই গানের প্রচারণায় চমক নিয়ে এল টিএম রেকর্ডস। ঈদে প্রকাশিত মমতাজের ‘তেজপাতা’ ও পারভেজের গানে জায়েদ খানের পারফরম্যান্সে ‘বিড়ি’ দুটির প্রোমো প্রচারিত হয় নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে। তখন চলছিল সহস্রকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। এ সময় উপস্থিত অনেকে করতালি দিয়ে অভিনন্দন জানান। নিজের গানের এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে মঞ্চে ছিলেন মমতাজ। পরবর্তী সময়ে তিনি মঞ্চেও গানটি পরিবেশন করেন। গানের তালে আনন্দে মুখর প্রবাসী বাঙালিরা বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন। টিএম রেকর্ডসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মমতাজ বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ভাষায় প্রকাশ করতে পারব না হাজারো দেশি–বিদেশি মানুষের সামনে বাংলা গানের এমন অভূতপূর্ব প্রচারণা।’ টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপস গান দু'টির কথা সুর, সংগীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন।
এ প্রসঙ্গে টিএম রেকর্ডসের মুখপাত্র রুদ্র হক বলেন, ‘টাইমস স্কয়ারে এমন সময় টিএম রেকর্ডসের গান দুটি প্রচারিত হলো, যখন হাজারো বাঙালি সহস্রকণ্ঠে বর্ষবরণ করছে। এর মধ্য দিয়ে শুধু গানের জন্যই নয়, চলচ্চিত্রেরও আন্তর্জাতিক প্রচারণায় বৃহত্তর পরিসরে যাবে টিএম সে ইঙ্গিতই দিচ্ছে।’ রুদ্র হক জানান, ইতিমধ্যেই পারভেজ সাজ্জাদের কণ্ঠে জায়েদ খানের ‘বিড়ি’ এবং মমতাজের ‘তেজপাতা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
বরেণ্য সংগীতশিল্পী আযম খান, আইয়ুব বাচ্চু, জেমস, হাসানসহ অসংখ্য জনপ্রিয় শিল্পীর বেশ কিছু গানের মিউজিক ভিডিও নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন।