জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকে নিয়ে চর্চার শেষ নেই। এর মধ্যে বাগ্দানের খবরে শিরোনামে এলেন তিনি। প্রেমিক, সংগীত প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগ্দান সেরেছেন এই তারকা।
ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, সেলেনার অনামিকায় হীরার আংটি শোভা পাচ্ছে। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যমে বাগ্দানের গুঞ্জনটা চাউর হয়েছিল।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বাগ্দানের ঘোষণা দিয়েছেন সেলেনা। ক্যাপশনে লিখেছেন, ‘চিরদিনের জন্য শুরু...।’ মন্তব্যের ঘরে হবু বর বেনিও রসিকতা করে লিখেছেন, ‘দাঁড়ান! এটা তো আমার স্ত্রী।’
ইনস্টাগ্রামে পোস্ট করা চারটি ছবির মধ্যে প্রথম ছবিতে দেখা গেছে, সেলেনার আঙুলে চকচক করছে হীরার আংটি। আরেকটি ছবিতে আংটি পরা আঙুলের দিকে তাকিয়ে আছেন তিনি। আর শেষ ছবিটি বেনির সঙ্গে।
গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ভেঙে পড়েছিলেন সেলেনা। বিচ্ছেদ ভুলে বিয়েথা করে সংসারী হয়েছেন জাস্টিন বিবার। আর সেলেনার জীবনে প্রেমিক হয়ে বেনি আসেন ২০২৩ সালে। পরের বছর বেনি জানান, সেলেনা এবং তিনি সংসারের স্বপ্ন দেখছেন।
নিজেদের সম্পর্ক নিয়ে বেনি বলেছিলেন, ‘সে আমার চারপাশে থাকলেই সব সুন্দর হয়ে যায়। আমরা পুরো দিনটা আনন্দে থাকি। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি কাজ থেকে বাসায় ফিরে ভাবি আমার দিন তার সংস্পর্শে ভালো গেছে।’
২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করেন দুজন। বেনির সঙ্গে সম্পর্ক নিয়ে সেলেনাও দারুণ খুশি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক। আমি এই মানুষটির সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তাকে নিয়ে লুকোচুরির কিছু নেই। আর আমি মনে করি, যখন প্রকাশ্যে থাকবেন, তখন কেউ আপনাদের নিয়ে সন্দেহ করবে না বা কৌতূহলী হবে না।’
সেলেনা-বেনির সেই প্রেম এখন বিয়েতে গড়াচ্ছে। তবে কবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন, সেটি এখনো জানাননি এই যুগল।