দুজন মুখোমুখি হলেই আমার হাসি চলে আসে...

ইমরান ও পড়শী
ছবি: সংগীত

সর্বশেষ এক বছর আগে ইমরান মাহমুদুল ও পড়শীর গাওয়া ‘এক দেখায়’ গানের ভিডিও প্রকাশিত হয়। গানটি বছরজুড়ে অনেক শ্রোতার পছন্দের তালিকায় ছিল। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে। এক বছর পর  নতুন গান নিয়ে আসছেন ইমরান মাহমুদুল ও পড়শী। ‘দ্বিতীয় জীবন’ শিরোনামে গানটি চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশের কথা আছে।

ইমরান ও পড়শী দুজনই ‘চ্যানেল আই তারকা’। ২০০৮ সালে ‘সেরাকণ্ঠ’ থেকে এসেছেন ইমরান, ২০০৯ সালের ‘খুদে গানরাজ’ থেকে পড়শী। কাছাকাছি সময়ে গানের প্রতিযোগিতা থেকে আসা দুজনের বাস্তব সম্পর্ক বন্ধুর মতো। দুজনের কাজের রসায়নটাও ভালো।

পড়শী ও ইমরান

এ ব্যাপারে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

তবে হাসতে হাসতে পড়শী আরও বলেন, ‘ইমরানের সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে গেলে সমস্যা হয়ে যায়। দৃশ্য করার সময় দুজন মুখোমুখি হলেই আমার হাসি চলে আসে। অনেকবার শট কাটতে হয়। এই গানের শুটিংয়েও হাসির কারণে অনেকবার এনজি হয়েছে শট। হা হা হা...।’
বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’

পড়শী

গানটি নিয়ে দারুণ আশাবাদের কথা জানিয়ে ইমরান বলেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তাঁরা।’
নিজেদের গানে নিজেরাই মডেল হয়েছেন ইমরান ও পড়শী।

ইমরান মাহমুদুল

মিউজিক ভিডিওর পরিচালক সৈকত রেজা বলেন, ‘গানের কথার সঙ্গে মিলিয়ে আমরা পাহাড়ি অঞ্চলেই শুটিং করেছি। একটা অংশ ঢাকাতেও করা হয়েছে।’ পরিচালক জানান, চলতি মাসে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।
‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।