আলোচিত কে পপ গার্ল গ্রুপ সিগনেচার গঠনের চার বছরের ব্যবধানে ইতি ঘটেছে। গতকাল ব্যান্ডের এজেন্সি সি নাইন বিষয়টি নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দীর্ঘ আলোচনার পর ব্যান্ডটিকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যান্ডের সাতজন সদস্যের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। গত শনিবার থেকে কার্যক্রমও বন্ধ রয়েছে।’
চার বছরের পথচলায় ব্যান্ডটি পাঁচটি ইপি ও দুটি একক গান প্রকাশ করেছে। এই বছরের জুনে ব্যান্ডের অ্যালবাম ‘সুইটি বাট সলটি’ প্রকাশিত হয়। ব্যান্ডের সদস্য জেওন জুলাইয়ে ওয়াটারবোম্ব ফেস্টিভ্যালে গান করে প্রশংসা কুড়িয়েছেন।
সি নাইন লিখেছে, ‘হুট করে খবরটি দেওয়ার জন্য আমরা দুঃখিত। সবার সহযোগিতা চাইছি।’
সাত সদস্যের গার্ল গ্রুপের সদস্যেরা হলেন—চেসল, জেওন, সেলিন, ক্লোয়ে, বেল, সেমি ও দোহি।