রোমেল অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের পোস্টার
রোমেল অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের পোস্টার

এলআরবির ড্রামার রোমেলের নতুন ব্যান্ড

আইয়ুব বাচ্চু মৃত্যুর পর ৭ বছর চলছে। এরপর তাঁর গড়া দলটি আর নেই। ব্যান্ড এলআরবির কার্যক্রম বন্ধ। তবে তাঁর দলের সহযাত্রীরা নানাভাবে সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। কেউ নিজের মতো করে গাইছেন। গানও বানাচ্ছেন। এর মধ্যে আজ বুধবার এলআরবির ড্রামার রোমেল জানালেন, তিনি একটি গানের দল তৈরি করেছেন। আইয়ুব বাচ্চুর চিন্তাচেতনাকে ধারণ করেই এই গানের দল নিয়ে এগিয়ে যেতে চান। গানের দলের নাম দিয়েছেন রোমেল অ্যান্ড ফ্রেন্ডস।

নতুন কোনো গান প্রকাশ না করলেও রোমেল অ্যান্ড ফ্রেন্ডস তাদের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে এই দল নিয়ে স্টেজ শো করেছে। তবে গানের দলের উদ্যোক্তা রোমেল বললেন, ‘আমরা নতুন গান তৈরি করছি। ইচ্ছা আছে আগামী ঈদে নতুন গান প্রকাশের।’

আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যান্ড এলআরবি সদস্যরা, সবার বামে রোমেল
ছবি প্রথম আলো

কী চিন্তা থেকে রোমেল অ্যান্ড ফ্রেন্ডস গড়লেন, এমন প্রশ্নে আজ বুধবার সকালে প্রথম আলোকে রোমেল বললেন, ‘বসের (আইয়ুব বাচ্চু) সঙ্গে ১২টা বছর বাজিয়েছি। যা কিছু শিখেছি, তাঁর কাছ থেকেই। তিনি আমার গানে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। হঠাৎ করে বসের চলে যাওয়াটা অনেকটা এতিম হয়ে যাওয়ার মতো। কী করব, ভেবে উঠতে পারছিলাম না। একটা সময় মনে হলো, এভাবে হতাশ হয়ে বসে থাকলেও চলবে না। বসের একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসেবে তাঁর গানগুলো আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। দেশ–বিদেশের মঞ্চে তাঁর অমর সব সৃষ্টি গাইব। পাশাপাশি নিজেদের নতুন গানও বানাব। আর এসব করতে গেলে একটি দল গঠন করলে সুবিধা হয়। তারপর সমমনা কয়েকজনের সঙ্গে আলাপ করলাম। তারাও বেশ উৎসাহী হলো। এরপর দল গঠন করা।’

এই ছবি এখন স্মৃতি। এলআরবি–র সব শেষ লাইনআপ—(বাঁ থেকে) রোমেল, স্বপন, আইয়ুব বাচ্চু, মাসুদ ও শামীম। ছ

রোমেল বললেন, ‘বসের গানগুলো নিয়ে আমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকলাম। তারপর একটা সময় মনে হলো, আমরা এখন স্টেজ করতে কিছুটা হলেও প্রস্তুত। তারপরই দল গঠন করি। এটা বসের প্রতি আমাদের এক রকম শ্রদ্ধা ও ভালোবাসা।  
রোমেল অ্যান্ড ফ্রেন্ডস এর অন্য সদস্যরা হলেন রোমেল (ভোকাল) জুলিয়াস রাসেল (লিড গিটার), অভ্র রনি (সেকেন্ড লিড গিটার), রাশফি (বেজ গিটার), ফারাবি (ড্রামস অ্যান্ড ম্যানেজমেন্ট)।