ফিউশানের মধ্য দিয়ে গানের মৌলিক সুর ও ঢঙের কোনো পরিবর্তন নয়, নতুন প্রজন্মের কাছে বাংলা সংগীতের অফুরন্ত ভান্ডার থেকে অনন্য সব গান নতুন রূপে উপস্থাপনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘টাইম জোন লিভিং রুম সেশান’। ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সংগীত উদ্যোগের প্রথম সিজনের দ্বিতীয় গানটি।
সাধক কবি জালাল উদ্দিন খাঁর ‘আমায় যত দুঃখ দিলি বন্ধু রে’ গানটি প্রকাশিত হয়েছে ২৯ ফেব্রুয়ারি লিপ ডে-তে। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মাতাল কবি রাজ্জাক দেওয়ানের উত্তরসূরি শিল্পী কাজল দেওয়ান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী কাজল দেওয়ানের ভাষ্য, ‘গানটি প্রসঙ্গে তিনি বলেন, “সাধক কবি জালাল উদ্দিন খাঁ অনেক ধরনের গান লিখেছেন। সুফিবাদের ওপরও তাঁর অনেক গান লেখা আছে। কিছু গান আমরা মঞ্চেও গেয়েছি। কিন্তু এবার যে গানটি গেয়েছি, তা সত্যিই অন্য মাত্রার গান। কেন অন্য মাত্রার তা না শুনে বোঝা যাবে না। এমন আয়োজনে গাইতে পেরে খুবই ভালো লেগেছে। মন থেকে গানটা গেয়েছি।” গানের কথাগুলো এমন, ‘আমায় যত দুঃখ দিলি বন্ধু রে, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, এই মন জানে আর কেউ জানে না।’
পাভেল আরিন বলেন, ‘গানটির কথায় আমি দারুণভাবে আলোড়িত হয়েছি। জীবন দিয়ে অনুভব করেছি, তাই এটি বেছে নেওয়া। শিল্পী কাজল দেওয়ান যখন গান করেন, তখন তিনি এত প্রাণবন্ত, এত সততার সাথে সুর উচ্চারণ করেন যে কারণে তাঁর সাথে এ গানটি নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছি। তাঁর অন্যতম শক্তির জায়গা গানে টান দিয়ে তিনি একটানা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেন। এমন ক্ষমতা বাংলা গানে দুষ্প্রাপ্য। এ গানেও তার একটি নমুনা শ্রোতারা পাবেন।’
পাভেল জানান, গানের ‘অরিজিনালিটি’ রক্ষা করে এ ধরনের কালজয়ী গানগুলোর শ্রুতিমধুর নতুন রেকর্ডেড ভার্সন তৈরির লক্ষ্যেই কাজ করছে টাইম জোন লিভিং রুম সেশান। ভালোবাসা দিবসে রবীন্দ্রনাথের ‘ভালোবেসে সখী’ গানটির দারুণ শ্রোতৃপ্রিয়তা অর্জনের পর এবার এল জালাল খাঁর গানটি।
গানটিতে বাঁশি বাজিয়েছেন সোহাগ, ভায়োলিন—পলাশ দেওয়ান, ইয়ার হোসাইন। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এ এম এম নওয়াজ শরীফ, মেন্ডোলিন বাজিয়েছেন রায়হান পারভেজ আখন্দ। পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান। পারকেশান মো. সোহেল মিয়া, এস কে সাগর খান, দোতারা আনন্দ শিকদার।
‘টাইম জোন লিভিং রুম সেশন’–এর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে রিফাত আহমেদ বলেন, ‘এই সিজনের গানগুলোর প্রোডাকশন সম্পন্ন হওয়ার পরে এসে আমরা সম্পৃক্ত হয়েছি, এটি আমাদের মাত্র শুরু। আশা করছি পরবর্তী সিজনগুলোতে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা একসঙ্গে কাজ করব এবং আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্নতা গুরুত্ব দিয়ে ‘টাইম জোন লিভিং রুম সেশন’–কে নিয়ে আসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‘টাইম জোন লিভিং রুম সেশন’-সংগীত প্রযোজনা করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।