গত এক দশকে হিন্দি সিনেমায় প্লেব্যাক করে ঈর্ষণীয় জনপ্রিয়তা পেয়েছেন অরিজিৎ সিং। অন্যদিকে টেলর সুইফটের পরিচিতি বিশ্বজুড়ে। চলমান ‘ইরাস ট্যুর’ দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সুইফট। সেই সুইফটকেই কিনা পেছনে ফেলেন বাঙালি গায়ক অরিজিৎ! কীভাবে? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
অনলাইনে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি প্ল্যাটফর্মটিতে পছন্দের গায়ক-গায়িকাকে অনুসরণ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে হারিয়ে গোটা বিশ্বে ১ নম্বরে পৌঁছে গেলেন অরিজিৎ সিং। এই মুহূর্তে স্পটিফাইতে অরিজিতের অনুসারী সংখ্যা ১১ কোটি ৭২ লাখ ১১ হাজার ১৫৪। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা টেলর সুইফটকে অনুসরণ করেন ১১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন।
এই তালিকায় ৩ নম্বর রয়েছেন এড শিরান, তাঁর অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৫০ লাখের আশপাশে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে ও বিলি আইলিশ। অনুসারী সংখ্যার দিক থেকে এখনো ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারেননি তাঁরা।
বছরখানেক আগেও এই তালিকায় ১ নম্বরে ছিলেন এড শিরান। গত বছর আগস্ট মাসে স্পটিফাইতে অরিজিতে অনুসারীর সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশপাশে।
মাত্র এক বছরে তাঁর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিৎকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেলর সুইফট। তবে মাত্র ৬ মাসের মধ্যেই ‘সিংহাসন’ পুনরুদ্ধার করলেন অরিজিৎ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা, সেখানে গ্রামের স্কুলেই পড়াশোনা। ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান বদলে দেয় অরিজিতের ভাগ্য। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
এদিকে গত সপ্তাহেই অরিজিৎ চলতি আগস্ট মাসে নিজের সব কনসার্ট বাতিল করেছেন। কারণ হিসেবে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা। তবে কী হয়েছে তাঁর? খোলসা করেননি তিনি।