এই গায়িকার সম্পদের পরিমাণ ২১০ কোটি রুপি। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
এই গায়িকার সম্পদের পরিমাণ ২১০ কোটি রুপি। গায়িকার ইনস্টাগ্রাম থেকে

শ্রেয়া বা সুনিধি নন, ৩০০ কোটির মালিক এই ভারতীয় গায়িকাকে চেনেন?

এ সময়ের ভারতের ধনী গায়িকা বললে আপনার হয়তো শ্রেয়া ঘোষাল বা সুনিধি চৌহানের নাম মনে হবে। তবে তাঁরা নন, ইন্ডিয়ান টাইমসের মতে, দেশটির সবচেয়ে ধনী গায়িকা আরেকজন। কে তিনি? বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

এই গায়িকার সম্পদের পরিমাণ ২১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
কেবল প্লেব্যাক শিল্পী নন, তিনি রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। দেখা গেছে অভিনয়েও। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
তাঁর বাবা ভারতের অন্যতম সফল ব্যবসায়ী ও প্রভাবশালী একটি অডিও প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
২০০৯ সালে ‘লাভ হো জায়ে’ নামে তাঁর প্রথম অ্যালবাম মুক্তি পায়। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
প্লেব্যাকে অবশ্য আগেই তাঁর অভিষেক হয়েছে। ২০০৬ সালে ‘চুপ চুপ কে’ সিনেমায় সনু নিগমের সঙ্গে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
. দীর্ঘ ক্যারিয়ারে প্রীতম, আনু মালিক, হিমেশ রেশমিয়া, আদনান সামি, বাপ্পী লাহিড়ি, সেলিম-সুলায়মানসহ প্রথম সারির সুরকারের সঙ্গে কাজ করেছেন তিনি। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
কোভিডের সময় বেশ কয়েকজন তরুণ শিল্পীর সঙ্গে কাজ করেন তিনি। এর মধ্যে তাঁর গাওয়া ‘তানহাই’ ব্যাপক জনপ্রিয়তা পায়। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
গানের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কারে সেরা গায়িকা ও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার উল্লেখযোগ্য। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
এই গায়িকা আর কেউ নন তুলসী কুমার। গায়িকার ইনস্টাগ্রাম থেকে
তাঁর এত ধনসম্পদের অনেকটা যে পারিবারিক ব্যবসা থেকে এসেছে, সে কথা বলাই বাহুল্য। গায়িকার ইনস্টাগ্রাম থেকে