নিজেদের পথচলা এবং ‘লেট দ্য লাইট ইন’ গানের অভিজ্ঞতা তুলে ধরেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী। পাশে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেন্ডসেন। ছবি: মাসুম আলী
নিজেদের পথচলা এবং ‘লেট দ্য লাইট ইন’ গানের অভিজ্ঞতা তুলে ধরেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী। পাশে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেন্ডসেন। ছবি: মাসুম আলী

গানে গানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও শান্তির গল্প

বাংলাদেশি ব্যান্ড চিরকুট এবং নরওয়ের গায়ক, গীতিকার ও জলবায়ুকর্মী মার্তে উলফ গত বছরের ১ ডিসেম্বর একটি যৌথ গান ‘লেট দ্য লাইট ইন’ প্রকাশ করেছেন। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চিরকুটের এক লাইভ পারফরম্যান্স ‘দ্য লাইট ইন’-এর মাধ্যমে নরওয়ে-বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও এই নতুন গান প্রকাশ উদ্‌যাপন করেছে ঢাকার নরওয়েজীয় দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-স্ভেনসনের বাসভবনের চিলেকোঠায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৃষ্টিস্নাত সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার অতিথিদের সঙ্গে চিরকুটের প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমীকে পরিচয় করিয়ে দেন।

গত বছর নরওয়ের অ্যাগডার ইউনিভার্সিটিতে একটি আন্তর্জাতিক সংগীত সম্মেলনে মূল বক্তা হিসেবে যোগ দেন সুমী। সে সময় এই গান লেখা, সুরারোপ ও রেকর্ডিং শুরু হয়। নরওয়েতে সুমী তাঁর ২১ বছরের সংগীত যাত্রার পাশাপাশি বিনোদন জগতে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, নরওয়ে ও বাংলাদেশি রক ব্যান্ড চিরকুটের এই বন্ধুত্বের ইতিহাস দীর্ঘ। ২০১১ সালে রিক্সকনসার্টিন (ন্যাশনাল ট্রাভেলিং কনসার্ট) ও লাইভ স্কয়ার কনসার্টের মাধ্যমে নরওয়ের সঙ্গে চিরকুটের সহযোগিতা শুরু হয়। এটি ছিল রক ব্যান্ডের জন্য একটি নতুন সূচনা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চিরকুট তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনায়

নরওয়েজীয় দূতাবাস এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি, বিশ্বের বেশ কয়েকটি বৃহত্তম সংগীত উৎসবে পারফর্ম করেছে চিরকুট। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো বিখ্যাত স্থানে গান করেছে তারা। সু

চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমীকে পরিচয় করিয়ে দিচ্ছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেন্ডসেনছবি: মাসুম আলী

মীর ভাষ্য, ‘গান দিয়েই চিরকুট প্রতিবাদ জানায়, গান দিয়েই সচেতন করে মানুষকে। নদী বাঁচাতে তাই চিরকুটকে পাওয়া গেছে ব্যতিক্রমী “নদী রকস” কনসার্টে। জলবায়ুর সচেতনতায়ও কাজ করছে ব্যান্ডটি। আমাদের মনে হয়েছে, যুদ্ধের ভয়াবহতা বন্ধ করে আলোকময় এক পৃথিবীর প্রত্যাশায় এমন একটা গান হওয়া প্রয়োজন। এই গান দিয়ে আমরা বার্তা দিতে চাই, এই যে পৃথিবীজুড়ে এত যুদ্ধ, এত অন্ধকার, এত এত মৃত্যু—এসব বন্ধ হওয়া দরকার। অন্ধকার এই পৃথিবীতে আলো আসা দরকার।’

বক্তৃতা পর্বের পরে পর্দায় দেখানো হয় ‘লেট দ্য লাইট ইন’ গানটির মিউজিক ভিডিও। গানটির বাংলা অংশ গেয়েছেন সুমী। বাংলা অংশের কথা তাঁরই লেখা। সুর করেছেন মার্তে উলফ। সংগীতায়োজন করেছে চিরকুট। সুমী ও মার্তের নতুন গান ‘লেট দ্য লাইট ইন’ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কথা তুলে ধরেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চিরকুট তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনায়। তাদের পরিবেশিত গানের মধ্যে ছিল ‘কানামাছি’, ‘না বুঝি দুনিয়া’ ইত্যাদি।