জাকির হোসেন। এএফপি
জাকির হোসেন। এএফপি

জাকির হোসেনকে নিয়ে এই ১৪ তথ্য জানতেন কী

প্রয়াত হয়েছেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা কীর্তি গড়েছেন, দেশ-বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার, সম্মাননা। পিংকভিলা, এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক জাকির হোসেন সম্পর্কে ১৪টি তথ্য।

বাবা ওস্তাদ আল্লারাখা কুরেশি ছিলেন তবলাবাদক। বাবার পথ ধরে মাত্র ৩ বছর বয়সে তবলা বাজানো শুরু করেন জাকির হোসেন। ইনস্ট্রাগ্রাম থেকে
মাত্র ১২ বছর বয়সে প্রথম বিদেশ সফরে যান জাকির হোসেন। ইনস্টাগ্রাম থেকে
সংগীতে ক্যারিয়ার গড়লেও জাকির হোসেন পড়াশোনা করেন অর্থনীতিতে
জাকির হোসেনের আসল পদবি ছিল কুরেশি, তবে তাঁকে হোসেন উপাধি দেওয়া হয়েছিল
তবলায় নতুন প্রতিভা তুলে আনতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ একজন। দুনিয়াজুড়ে নিয়মিত তবলার কর্মশালা পরিচালনা করতেন। ইনস্টাগ্রাম থেকে
জাকির হোসেনের স্ত্রী আনতোনিয়া মিনেকোলা একজন কত্থক নাচিয়ে। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
তাঁর সম্পদের পরিমাণ ১০ লাখ মার্কিন ডলার। এএনআই
বেশ কয়েকটি ইংরেজি ও হিন্দি সিনেমায় অভিনয়ও করেছেন জাকির হোসেন। বলা হয় ‘সাজ’ ছবিতে তিনি আর ডি বর্মনের চরিত্রে অভিনয় করেছেন। আইএমডিবি
সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন জাকির হোসেন। অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ তাঁর উল্লেখযোগ্য কাজ। এ ছাড়া বাজিয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা বা বেরনার্দো বের্তোলুচ্চির মতো পরিচালকের ছবির জন্য। ইনস্টাগ্রাম থেকে
তিনিই প্রথম ভারতীয় সংগীতজ্ঞ, যাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অল-স্টার গ্লোবাল কনসার্টে যোগ দেওয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। এএনআই
চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন জাকির হোসেন। ইনস্টাগ্রাম থেকে
তাঁর দুই ভাই তৌফিক কুরেশি ও ফজল কুরেশি শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং তবলাবাদক। এএনআই
জাকির হোসেনকে নিয়ে লেখা আলোচিত বই ‘জাকির হোসেন: আ লাইফ ইন মিউজিক’। ২০১৮ সালে প্রকাশিত বইটিতে উঠে এসেছে শৈশব থেকে শুরু করে বিশ্বখ্যাত তবলাবাদক হয়ে ওঠার গল্প। ইনস্টাগ্রাম থেকে
বিয়ে, করপোরেট অনুষ্ঠানে কখনো বাজাতেন না জাকির হোসেন। তিনি বিশ্বাস করতেন, সংগীত শোনার আলাদা মেজাজ আছে, সেভাবেই উপভোগ করা উচিত। ইনস্টাগ্রাম থেকে