গান, অভিনয় আর চলচ্চিত্র নির্মাণ দিয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার মনে জায়গা করে নিয়েছেন ভারতের অঞ্জন দত্ত। তাঁর আলোঝলমলে জগৎ আর ব্যক্তিজীবনের দীর্ঘ পথচলা কেটে গেছে নানা ঘটনার মধ্য দিয়ে। সবকিছুকে পাশ কাটিয়ে গান দিয়েই শ্রোতাদের খুব কাছাকাছি তিনি। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশে গান শোনাতে এসেছেন তিনি। আজ শনিবার ভারতীয় এই সংগীতশিল্পী ঢাকায় আবার গান শোনাবেন। সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে ওই কনসার্ট হতে যাচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে–সংলগ্ন ৩০০ ফিটের ঢাকা অ্যারেনায়। এদিন অঞ্জন ছাড়াও কনসার্টে গাইবে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি।
অঞ্জন দত্ত যে মঞ্চে গাইছেন, সেই মঞ্চে গাওয়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। গত বছরও অঞ্জন দত্তকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। বললেন, ‘এত বড় মাপের শিল্পীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গাইতে পারাটা আমার মতো তরুণের জন্য বিশাল আনুপ্রেরণা। তিনি আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তাঁর গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করব, এটা ভাবতেই ভীষণ আনন্দ লাগছে।’
অঞ্জনকে নিয়ে এই কনসার্টের আয়োজন করেছে যৌথভাবে অ্যাসেন, জির্কুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে, থাকছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বুথ, বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল। কনসার্ট আয়োজন নিয়ে অ্যাসেনের প্রধান নির্বাহী আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’
‘তুমি না থাকলে’, ‘ম্যারি অ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’, ‘বেলা বোস’-এর মতো বহু জনপ্রিয় গানের স্রষ্টা অঞ্জন দত্ত। গানের পাশাপাশি নির্মাণ ও অভিনয়েও পাওয়া গেছে তাঁকে। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ও অভিনীত ‘চালচিত্র এখন’। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে নির্মিত ছবিটি নিয়ে চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন অঞ্জন। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে উৎসবের সেরা অভিনেতার পুরস্কারও অর্জন করেছিলেন অঞ্জন।