বিরতির পর সাড়ে পাঁচটার দিকে মঞ্চে এল রক ব্যান্ড আফটারম্যাথ। মাইক্রোফোন হাতে ব্যান্ডের ভোকালিস্ট নাভিদ ইফতেখার চৌধুরী শ্রোতাদের বললেন, ‘এর আগে কখনোই আর্মি স্টেডিয়ামে আফটারম্যাথ কনসার্ট করেনি। প্রথমবারের মতো আর্মি স্টেডিয়ামে গাইছি। এবার স্বপ্ন পূরণ হলো।’
আজ আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে শুরুতেই ব্যান্ডটি গেয়েছে তরুণদের মধ্যে আলোচিত গান ‘অধিকার’। এরপর ‘উৎসর্গ’, ‘মাটির রোদ’সহ আরও কয়েকটি গান পরিবেশন করেছে আফটারম্যাথ।
বিকেল চারটায় সিলসিলার পরিবেশনা দিয়ে কনসার্ট শুরু হয়েছে। এরপর গেয়েছেন আসেন ‘আওয়াজ উডা’ গানের জন্য পরিচিত র্যাপার হান্নান ও ‘কথা ক’ গেয়ে আলোচিত র্যাপার সেজান। আফটারম্যাথের পর চিরকুট ও আর্টসেল। শেষ আকর্ষণ হিসেবে নয়টায় মঞ্চে আসবেন রাহাত ফতেহ আলী খান।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।
আজ বেলা দুইটায় কনসার্টের দরজা খুলেছে। আগে থেকে আর্মি স্টেডিয়ামের সামনে সংগীত অনুরাগীদের দীর্ঘ সারি দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শ্রোতাদের উপস্থিতি বাড়ছে।
কনসার্টে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অনেকে উপস্থিত রয়েছেন। আয়োজনটি উপস্থাপনা করছেন জুলহাজ জুবায়ের ও দীপ্তি চৌধুরী।