সংগীতের প্রাণ ‘শুদ্ধ সংগীত’। একটা সময় ঢাকা কিংবা দেশের অন্যান্য অঞ্চলের রাজবাড়ি তথা জমিদারবাড়িতে বসত শুদ্ধ সংগীতের আসর। সমাজের অভিজাত শ্রেণিই এর পৃষ্ঠপোষকতা করত। কিন্তু সম্প্রতি শুদ্ধ সংগীতের চর্চা বা শোনার অভ্যাস একেবারেই কমে গেছে। এ চিত্র পাল্টে দেওয়ার প্রত্যয়ে কয়েক বছর ধরে ছায়ানট ভবনে আয়োজন করা হয়েছে শুদ্ধ সংগীত উৎসব। তারই ধারাবাহিকতায় ছায়ানট ভবনে দুই দিনব্যাপী শুদ্ধ সংগীত উৎসব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।