ছায়ানটে রাতভর শুদ্ধ সংগীতের উৎসব

সংগীতের প্রাণ ‘শুদ্ধ সংগীত’। একটা সময় ঢাকা কিংবা দেশের অন্যান্য অঞ্চলের রাজবাড়ি তথা জমিদারবাড়িতে বসত শুদ্ধ সংগীতের আসর। সমাজের অভিজাত শ্রেণিই এর পৃষ্ঠপোষকতা করত। কিন্তু সম্প্রতি শুদ্ধ সংগীতের চর্চা বা শোনার অভ্যাস একেবারেই কমে গেছে। এ চিত্র পাল্টে দেওয়ার প্রত্যয়ে কয়েক বছর ধরে ছায়ানট ভবনে আয়োজন করা হয়েছে শুদ্ধ সংগীত উৎসব। তারই ধারাবাহিকতায় ছায়ানট ভবনে দুই দিনব্যাপী শুদ্ধ সংগীত উৎসব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।
সংগীতগুরু নীরদ বরণ বড়ুয়াকে উৎসর্গ করে আয়োজিত ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব ১৪৩০–এর প্রথম অধিবেশন শুরু হয় সন্ধ্যা ৬টায়। ছবি: ছায়ানটের সৌজন্যে
সংগীতগুরু নীরদ বরণ বড়ুয়াকে উৎসর্গ করে আয়োজিত ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব ১৪৩০–এর প্রথম অধিবেশন শুরু হয় সন্ধ্যা ৬টায়। ছবি: ছায়ানটের সৌজন্যে
স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী। ছবি: ছায়ানটের সৌজন্যে
কণ্ঠসংগীত পরিবেশন করছেন শিল্পী টিংকু শীল
যন্ত্রসংগীত (বাঁশিবাদন) পরিবেশন করছেন শিল্পী মুর্তজা কবীর মুরাদ। ছবি: ছায়ানটের সৌজন্যে
সংগীত পরিবেশন করছেন শিল্পী অনন্য আচার্য্য। ছবি: ছায়ানটের সৌজন্যে
বৃহস্পতিবার ১ম অধিবেশনর সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা অবধি চলে। ছবি: ছায়ানটের সৌজন্যে