প্রায় ছয় মাস পরে একক কোনো গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী এসডি রুবেল। এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশ করবেন এই গায়ক। ভালোবাসা দিবসেই শুরু এই কর্মসূচি। শিল্পী জানান, দীর্ঘদিন ধরেই ভক্তদের চাওয়া ছিল নতুন গান। কিন্তু ব্যস্ততার কারণে গান কম করেছেন। এখন নিয়মিত ভক্তদের গান উপহার দিতে চান তিনি।
ভালোবাসা দিবসে প্রকাশ পাবে এসডি রুবেলের গাওয়া ‘ঢাকা’ শিরোনামে একটি গান। পরের মাসের গানও তৈরি করছেন।
এসডি রুবেল বলেন, ‘এখনো ঢাকা কিংবা ঢাকার বাইরে গেলে প্রায়ই শুনতে হয়, “এসডি রুবেল ভাই, আপনার নতুন গান নেই কেন?” বুঝতে পারি, শ্রোতারা আমার গান চান। যে কারণে মনে হলো, শ্রোতাদের নিয়মিত গান দেওয়া উচিত। আর এখন যেহেতু ভালো গান সবাই শুনতে চাইছেন, সে কারণে মনে হলো, আবার গান করি।’
‘ঢাকা’ গানটি লিখেছেন কামরুল নান্নু, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানের শিরোনাম ‘ঢাকা’ কেন?
জানতে চাইলে এসডি রুবেল বলেন, ‘বর্তমান সময়ে ঢাকা শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে। হাতিরঝিল, মেট্রোরেল, পূর্বাচলসহ ঢাকার নানা স্থানের কথা গানে উঠে এসেছে। এক প্রেমিকার ঢাকায় ঘোরার কথা গানজুড়ে তুলে ধরা হয়েছে। এখানে টিএসসি, এফডিসি, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থানের কথা রয়েছে। এর মধ্য দিয়ে উন্নয়নের ঐতিহ্য ফুটে উঠেছে।’
একসময় প্রযোজকেরা অনেকটা ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতেন নতুন গানে। রুবেলের মতে, এখন ইউটিউব থেকে অনেকেই লগ্নি করা অর্থ ফেরত পান। যে কারণে নিয়মিত গান করাটা আরও সহজ হলো। এসডি রুবেল বলেন, ‘আমার অনেক গান ৪০/৫০ মিলিয়নের বেশি ভিউ। এগুলোর ভিউ নিয়মিত বাড়ছে। এতে মনে হয় যে শ্রোতারা আমার গান শুনতে চান।’ ১৪ ফেব্রুয়ারি ‘ঢাকা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে এসডি রুবেলের ইউটিউব চ্যানেল থেকে।