আবার চলচ্চিত্রের গানে ‘চল নিরালায়’–এর অয়ন ও আনিসা

‘পরাণ’ ছবির ‘চল নিরালায়’ গানটি জনপ্রিয়তা পেয়েছে। এই গানের দুই শিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা নতুন আরেকটি ছবিতে একসঙ্গে গাইলেন। সরকারি অনুদানের ‘শ্যামা কাব্য’ ছবিতে ‘পাখি যাও যাও’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে। গতকাল রোববার বিকেলে ঢাকার বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

‘চল নিরালায়’–এর চেয়ে ‘পাখি যাও যাও’ গানের ধাঁচটি ভিন্ন বলে জানালেন অয়ন। এটি নতুন ধরনের একটি গান উল্লেখ করে তিনি বলেন, ‘“চল নিরালায়” পুরোপুরি বাণিজ্যিক ঘরানার। কিন্তু এ গানটির কথা, সুর একেবারেই ভিন্ন। এই গানে কণ্ঠ দেওয়ার আগে দুই দিন অনুশীলন করেছি। গেয়ে ভালো লেগেছে। নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে গানটি গেয়েছি আমরা।’

‘পরাণ’ সিনেমা মুক্তির আগেই ‘চল নিরালয়’ শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। এই গানের কারণেই কি নতুন সিনেমার গানে আপনাদের দুজনকে ডেকেছে? জানতে চাইলে অয়ন বলেন, ‘তা বলা মুশকিল। তবে “চল নিরালয়” গানটি এখন অনেকে শুনছেন। আমাদের কণ্ঠে গানটি পছন্দ করছেন। সে কারণে হলেও হতে পারে।’

‘চল নিরালায়’ গানের শিল্পী অয়ন চাকলাদার

আতিয়া আনিসা বলেন, ‘একটু অন্য রকমের গান এটি। শ্রোতা-দর্শকেরা ভিন্ন স্বাদ পাবে গানটিতে। গেয়েও ভালো লেগেছে। বাপ্পা দার স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটি। তিনিও গানটি শুনে প্রশংসা করেছেন।’

আতিয়া আনিসা

‘পাখি যাও যাও’ গানের কথা লিখেছেন ছবির পরিচালক বদরুল আনাম। সুর ও সংগীত করেছেন ইমন সাহা। ইমন সাহা বলেন, ‘পুরো ছবিতে একটাই গান। ছবিতে নানা সময়ে, নানা পরিস্থিতিতে গল্পের বাঁকে বাঁকে গানটি বাজবে। কখনো ছেলের দৃষ্টিকোণে, কখনো মেয়ের। আমাদের সিনেমায় সাধারণত এ ধরনের গান হয় না।’