শ্রোতারা যেন ফিরে গিয়েছিলেন সেই ষাটের দশকে। মঞ্চে গাইছিলেন শিল্পী ইবনে রাজন। কিন্তু প্রতিচ্ছবি ভাসছিল কিশোর কুমার, মান্না দে, হেমন্তসহ উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের। হারানো দিনের সুরের মূর্ছনায় সংগীতানুরাগী দর্শক–শ্রোতারাও হারিয়ে গিয়েছিলেন অদ্ভুত এক ঘোরের মধ্যে।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারির উন্মুক্ত মঞ্চে নারী ও শিশুকল্যাণ কেন্দ্র আয়োজিত ১১ দিনের জামদানি উৎসবের তৃতীয় দিনের সাংস্কৃতিক আয়োজনে দেখা গেল এমন দৃশ্য।
অনুষ্ঠানের শুরুতেই শিল্পী ইবনে রাজন পরিবেশন করেন মান্না দের কালজয়ী গান ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’।
এরপর তিনি একে একে গেয়ে শোনান ‘ময়ূরকণ্ঠী রাতেরও নীলে’, ‘মোর স্বপ্নের রানী হবে এসো কাছে’, ‘নিঝুম সন্ধ্যায়’সহ বেশ কয়েকটি গান। শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে নেমে আসে পিনপতন নীরবতা।
সংগীতানুষ্ঠান উপভোগের পাশাপাশি গ্যালারিতে জামদানির সৌন্দর্য উপভোগ করেন দর্শকেরা। শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় রাজ্যের ভিড় নামে জামদানি প্রদর্শনীর গ্যালারিতে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে গ্যালারি। ২৯ জুলাই শেষ হবে ১১ দিনের এই প্রদর্শনী।