গতকাল বুধবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন। মাত্র ৩১ বছর বয়সে এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত থেকে সংগীত তারকারা। তৎক্ষণাৎ মৃত্যুর কারণ না জানা গেলেও এই সংগীতশিল্পীর মৃত্যু নিয়ে নতুন কিছু তথ্য সামনে এনেছে বিবিসি। যেখানে উঠে এসেছে জাতীয় পরিষেবায় হোটেলের কর্মীদের দুটি ফোন কল। লিয়াম পেইনের জন্যই দুটি কল করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লিয়াম পেইনের মৃত্যুর আগে হোটেলটি থেকে জরুরি পরিষেবায় দুবার কল করা হয়। সে সময় হোটেলকর্মীদের বেশ আতঙ্কিত মনে হয়েছিল।
প্রথম কলে জানানো হয়, হোটেলের একজন অতিথি ‘অত্যধিক মাদক’ গ্রহণ করেছেন, তিনি তাঁর কক্ষটি আবর্জনায় ভরিয়ে ফেলছেন, তাই দ্রুত সেখানে কাউকে আসতে হবে। এরপরই কলটি কেটে যায়।
দ্বিতীয়বার কলে জানানো হয়, সেই ‘অতিথি’কে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হোটেলকর্মীরা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি যে কক্ষে আছেন, সেটিতে একটি ব্যালকনি আছে। তাই হোটেলকর্মীরা এ অতিথিকে নিয়ে অনেক ভয় পাচ্ছেন।
এ কলের শেষেও সেখানে দ্রুত কাউকে পাঠানোর আরজি জানানো হয়।
দ্বিতীয় ফোনকলে হোটেলকর্মীর কাছে জরুরি পরিষেবা থেকে জানতে চাওয়া হয়, এ অতিথি কত দিন সেখানে অবস্থান করছেন। তখন হোটেলকর্মী জানান, দু-তিন দিন ধরে সেখানে আছেন তিনি। জাতীয় পরিষেবা থেকে তখন জরুরি স্বাস্থ্যসেবায় দ্রুত জানানো হচ্ছে বলে জানানো হয়।
পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এ ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন।