‘তোমরা যেয়ো না প্লিজ, আমাকে আর পাবা না’—মৃত্যুর আগে শাফিনের আকুতি

শাফিন আহমেদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার যে মঞ্চে গাইবার কথা ছিল ব্যান্ডের জনপ্রিয় তারকা শাফিন আহমেদের, অসুস্থতায় শেষ পর্যন্ত গাওয়া হয়নি তাঁর। ২০ জুলাই একই মঞ্চে সেদিন গেয়েছিলেন দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। অনুষ্ঠানের চার দিনের মাথায় জানতে পারেন শাফিন আহমেদ চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শাফিন আহমেদের মৃত্যুর খবর অবিশ্বাস্য ছিল সামিনা চৌধুরীর কাছে। এই খবর সহ্য করাটাও ছিল ভীষণ কষ্টদায়ক।

শাফিন আহমেদ

যুক্তরাষ্ট্রে থাকা সামিনা চৌধুরী জানালেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী ইজাজ খান স্বপনসহ গিয়েছিলেন শাফিন আহমেদকে দেখতে। হাসপাতালে তাঁদের থাকার অনুরোধ করেছিলেন বলেও জানালেন সামিনা চৌধুরী। ফেসবুক পোস্টে সামিনা লিখেছেন, ‘রবিন এবং ভার্জিনিয়ার স্বপ্নবাজের অনুষ্ঠান আয়োজকদের একজন পল্লব জানালেন, শাফিন ভাই আর নেই!’

মাঝে মাঝে মাথায় ব্যান্ডানা পরতেন শাফিন আহমেদ। তাঁর মঞ্চ উপস্থিতি ছিল অনবদ্য

সামিনার লেখা থেকে জানা যায়, শাফিন আহমেদের মৃত্যুর তিন দিন আগে স্বামীকে সঙ্গে নিয়ে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। কিছুটা সময় তাঁর অসুস্থ শাফিনের পাশে কাটানও।

সেই অভিজ্ঞতা তুলে আনলেন এভাবে, ‘তিন দিন আগে কথা বলে, দেখে এলাম। বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন।’ স্বপনকে বললেন, ‘আমাকে ছেড়ে যেয়ো না প্লিজ! আমার সঙ্গে গল্প করো। আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে। স্বপন, তোমাকে কিছু বলব, বসো। শাফিন ভাইকে পানি খাওয়াল স্বপন। তারপর তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হলো। শাফিন ভাইয়ের অবস্থা দেখে আমাদের চলে আসতে বললেন আয়োজকেরা। কী বলতে চেয়েছিলেন শাফিন ভাই, কে জানে। কোনো চাপা কষ্ট কি ছিল তাঁর ভেতর? দেশের আরেকটি সম্পদ, আরেকটি মেধার বিয়োগ হলো। চোখে শুধু ভাসছে। তোমরা যেয়ো না প্লিজ...আমাকে আর পাবা না।’

হামিন আহমেদ, ফিরোজা বেগম ও শাফিন আহমেদ

এদিকে ফেসবুকে এমন লেখা পোস্ট করার ঠিক কয়েক ঘণ্টা আগে আরেকটি পোস্টে শাফিন আহমেদের অসুস্থতার কথা জানিয়েছিলেন সামিনা চৌধুরী। সেখানে তিনি শিল্পীর জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন।