টেলর সুইফট
টেলর সুইফট

লিসবন মাতালেন সুইফট, অপেক্ষা লন্ডনের

গত বছরের এই মে মাসেই শুরু হয়েছিল ‘দ্য ইরাস ট্যুর’। ২০২৩ সালের ১৭ মে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামের মঞ্চে ওঠেন। তখন কে জানত, টেলর সুইফটের এই কনসার্ট ট্যুরটি একের পর এক রেকর্ড গড়বে। গত এক বছরে মেক্সিকো, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইডেন ঘুরে ২৪ ও ২৫ মে সুইফট গেয়েছেন পর্তুগালের লিসবনে। গায়িকার পরের গন্তব্য লন্ডন।

দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কনসার্ট ট্যুরে পর্তুগালে গিয়েছিলেন টেলর সুইফট। দেশটিতে গায়িকার ভক্তদের তাই উৎসাহের কমতি ছিল না। ২৪ ও ২৫ মে লিসবনে সুইফটের কনসার্টের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েন দর্শক। ভক্তদের এই ভালোবাসা নাড়িয়ে দিয়েছে গায়িকাকে।

গত রোববার রাতে ভক্ত-অনুসারীদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার হৃদয় লিসবনে রেখে যাচ্ছি, এটা অফিশিয়াল। এটা ছিল পর্তুগালে আমার প্রথম সফর। কিন্তু আপনাদের ভালোবাসায় মনে হয়েছে, দেশটা আমার নিজের বাড়ির মতোই।’

টেলর সুইফট

একই পোস্টে টেলর আরও লিখেছেন, ‘যেভাবে আপনারা আমাকে আতিথ্য দিয়েছেন, সত্যি সত্যি বলছি, এটা কথনো ভুলব না। এই ভালোবাসার তুলনা নেই। আপনারা যেখানে গানের প্রতিটি লাইন গাইছিলেন আর নাচছিলেন, সেটা ছিল দেখার মতো।’
পর্তুগাল সফর শেষে সুইফট যাবেন যুক্তরাজ্যে, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। আগামী ২১ থেকে ২৩ জুন, ১৫ থেকে ১৭ আগস্ট এবং ১৯ ও ২০ আগস্ট—মোট ৮টি শো করবেন সুইফট।

সেই শো নিয়ে এখন থেকেই টিকিটের জন্য ধুন্ধুমার পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওয়েম্বলি স্টেডিয়ামে স্মরণকালের অন্যতম সেরা কনসার্ট উপহার দেবেন গায়িকা।
যুক্তরাজ্য সফর শেষ করে পোল্যান্ড, অস্ট্রিয়ায় শো করে নিজের দেশ যুক্তরাষ্ট্রে ফিরবেন তিনি। ফ্লোরিডা, লুইজিয়ানায় ও ইন্ডিয়ানায় শো করে সুইফট যাবেন কানাডায়। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে শেষ হবে এই ট্যুর।
তবে শেষ হওয়ার আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে দ্য ইরাস ট্যুর। সংগীতবিশ্লেষকদের মতে, চলতি শতকে পপ কালচারে অন্যতম অনুষঙ্গ ছিল এই ট্যুর। অনেকে সুইফটের এই সফরকে ১৯৬০-এর দশকে ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলসকে নিয়ে তৈরি হওয়া উন্মাদনার সঙ্গে তুলনা করছেন।

দ্য ইরাস ট্যুর থেকে গায়িকার আয়ও হয়েছে অনেক। এই ট্যুর শুরুর আগে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৭৪০ মিলিয়ন ডলার, প্রথম ৫৭টি শোয়ের পর যা বেড়ে ১ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। টেলর সুইফটই প্রথম গায়িকা, যিনি কেবল সংগীতের আয় থেকে বিলিয়নিয়ার হয়েছেন।
সূত্র: ভ্যারাইটি, বিবিসি