ঐশিকা নদীর ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’

ঐশিকা নদীর নতুন গান এবার প্রকাশ হলো কলকাতা থেকে
সংগৃহীত

কবিতা থেকে গান, খুব বেশি প্রচলিত নয়। এ কাজটি নিয়মিতই করেন ঐশিকা নদী। গত দেড় দশকে তিনি কণ্ঠে তুলেছেন জীবনানন্দ দাশ, জসীমউদ্‌দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্তসহ বাংলা ভাষার প্রখ্যাত সব কবির কবিতা। নদীর গাওয়া এসব গানে সুরারোপ করেছিলেন তাঁর বাবা শাহীন সরদার।
সেই ঐশিকা নদীর নতুন গান এবার প্রকাশ হলো কলকাতা থেকে। গানটির নাম ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’। কথা ও সুর রচনা করেছেন ভারতের উদয় বন্দ্যোপাধ্যায়। সংগীতায়োজনে ছিলেন কুনাল চক্রবর্তী। গানটির ভিডিও নির্মাণ করেছেন দেবজ্যোতি মুখোপাধ্যায়। এতে ঐশিকা নদী ছাড়াও অভিনয় করেছেন শুভ ইসলাম, উজানী বন্দ্যোপাধ্যায় ও শুভাংশন মুখোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গানচিত্রটি প্রকাশ করেছে ভারতের সুচিত্রা মিউজিক।

গানটির স্রষ্টা উদয় বন্দ্যোপাধ্যায় জানান, গানটি বন্ধুত্বের। বন্ধুদের এক হয়ে কিছু করার গল্প। হয়তো সব কাজে সফল হয় না বন্ধুরা। সব সময় সুযোগ তৈরি হয় না। তবু থেকে যায় বন্ধুত্ব। এই গানটি ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী শুভমিতা ব্যানার্জির ‘যদি বন্ধু হও’ এর সিকুয়াল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গানটি নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভ মিতা, সুরকার-গীতিকার উদয় বন্দ্যোপাধ্যায়সহ সংশ্লিষ্ট কলাকুশলীরা।

গানটি নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভ মিতা

গান প্রসঙ্গে ঐশিকা নদী বলেন, ‘আমি বরাবরই খুব বেছে বেছে কাজ করার চেষ্টা করি। এটিও তেমন একটি বিশেষ গান। ভারতের নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতার গাওয়া বিখ্যাত গান “যদি বন্ধু হও”-এর সিক্যুয়েল হচ্ছে নতুন গানটি ।

এটি শুনে তিনি নিজেও প্রশংসা করেছেন আমার কণ্ঠের। সে হিসেবে আমি সৌভাগ্যবান। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’
বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর এই শিল্পী যখন–তখন যে কোনো গান করেননি। তাঁর কণ্ঠ এবং গায়কিতে রয়েছে উচ্চ মানের স্বকীয় শৈলী। যে কারণে কলকাতার শুভমিতার মতো শিল্পীরাও ঢাকার ঐশিকা নদীর গায়কি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন গানটির সূত্র ধরে।