ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনের ইন্ডিয়া সংস্করণের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার প্রচ্ছদকন্যা হিসেবে আলোচিত গায়িকা সুনিধি চৌহানকে পাওয়া গেছে।
বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ইনস্টাগ্রামে সেপ্টেম্বর–অক্টোবর সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করেছে কসমোপলিটন ইন্ডিয়া। এতে সুনিধিকে ‘সাউন্ড অব আ জেনারেশন’ হিসেবে পরিচিত করিয়েছে ম্যাগাজিনটি
কসমোপলিটন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সংগীতজীবন নিয়ে কথা বলেছেন সুনিধি১৪ অক্টোবর ইউটিউবে ‘ছ্যায়লা’ শিরোনামে গান প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। গায়কির পাশাপাশি গানের ভিডিও চিত্রে দুজনের পরিবেশনাও প্রশংসা কুড়িয়েছে