বব ডিলান
বব ডিলান

বব ডিলানের কনসার্টে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

যুক্তরাজ্যে ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ ট্যুরের ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী মার্কিন সংগীতকার বব ডিলান। নভেম্বরে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল, এডিনবরার আশার হলসহ ৬ মিলনায়তনে ১০টি কনসার্টে গাইবেন এই কিংবদন্তি গায়ক।

১ নভেম্বর বোর্নমাউথের উইন্ডসর হলে যুক্তরাজ্য ট্যুরের প্রথম কনসার্ট রয়েছে। ১৪ নভেম্বর রয়্যাল অ্যালবার্ট হল কনসার্টের মধ্য দিয়ে যুক্তরাজ্য ট্যুর শেষ করবেন তিনি।
বব ডিলানের যুক্তরাজ্য ট্যুরের অংশীদার হিসেবে যুক্ত রয়েছে টেক ফর্ম ইয়ন্ডার।

যুক্তরাজ্যে ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ ট্যুরের ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী মার্কিন সংগীতকার বব ডিলান

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি শোতে শ্রোতাদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ রাখা হবে।
কনসার্টে প্রবেশের সময় দর্শকের মুঠোফোন বিশেষ ব্যবস্থায় বন্ধ করবেন ইয়ন্ডারের কর্মীরা। দর্শকেরা চাইলেও নিজেরা মুঠোফোন খুলতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে ইয়ন্ডারের কর্মীদের সহযোগিতায় ফোন খোলা যাবে, কিন্তু কনসার্ট মিলনায়তনে ব্যবহার করা যাবে না। মিলনায়তনের বাইরে নির্ধারিত এলাকায় গিয়ে ফোন ব্যবহার করা যাবে; মিলনায়তনে ঢোকার আগে আবারও ফোন বন্ধ করা হবে।

২০২০ সালে প্রকাশিত ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ অ্যালবামের নামে ২০২১ সাল থেকে ট্যুর করছেন ৮৩ বছর বয়সী এই সংগীতশিল্পী। এই ট্যুরের অংশ হিসেবে ২০২২ সালে লন্ডন, গ্লাসগো ও অক্সফোর্ডে শো করেছেন। সেসব শোতেও মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ ছিল।