‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শীর্ষক একক কনসার্টে গাইবে ‘সোনার বাংলা সার্কাস’। ২৫ নভেম্বর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গান পরিবেশন করবে ব্যান্ডটি।
গত বছরের নভেম্বরে টিএসসি মিলনায়তনে ব্যান্ডের প্রথম একক কনসার্টের আয়োজন করা হয়। এতে ব্যান্ডের অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’–এর গানগুলো পরিবেশন করা হয়। ঢাকার পর ধারাবাহিকভাবে বিভাগীয় শহরেও একক কনসার্টের আয়োজন করা হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
ব্যান্ডের ব্যবস্থাপক গৌতম শুভ জানান, কনসার্টে মূলত ‘হায়েনা এক্সপ্রেস’–অ্যালবামের গানগুলো পরিবেশন করে ব্যান্ডটি; পাশাপাশি প্রকাশের অপেক্ষায় থাকা অ্যালবামের নতুন গানও পরিবেশন করে।
শুভর ভাষ্যে, ‘কোনো ব্যান্ডকে ভালো করে চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যে ধরনের দলগত কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে। যারা ব্যান্ডকে ভালোবাসে এতে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই কনসার্টের আয়োজন।’
কনসার্টের টিকিট ফার্মগেটের হেভি মেটাল টি-শার্ট ও সাইন্সল্যাবের অ্যাকোস্টিকার শো রুমে।