বিয়ন্সে। রয়টার্স ফাইল ছবি
বিয়ন্সে। রয়টার্স ফাইল ছবি

বিয়ন্সের রেকর্ড, সুইফট আছেন, সাবরিনাও

সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিলেন। গত শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন, এতে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে তাঁর মনোনয়ন সংখ্যা এখন ৯৯, স্বামী জে-জেডের ৮৮ মনোনয়নকেও এবার ছাড়িয়ে গেলেন ৪৩ বছর বয়সী গায়িকা।

কাউবয়দের গল্প
এই বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে।

বিয়ন্সে। রয়টার্স ফাইল ছবি

সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসার সঙ্গে ব্যাপক ব্যবসায়িক সাফল্যও পায় ‘কাউবয় কার্টার’। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছেন বিয়ন্সে, নারী শিল্পী হিসেবে যা এক বছরে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড।

এবার অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। তবে নিশ্চিতভাবেই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটার দিকেই তাঁর চোখ থাকবে। কারণ, রেকর্ড ৩২ গ্র্যামি জিতলেও এই পুরস্কার তাঁর অধরাই থেকে গেছে, যা নিয়ে গত গ্র্যামির আসরে ভোটারদের রীতিমতো কটাক্ষ করেছেন বিয়ন্সের স্বামী জে-জেড। গ্র্যামিতে কৃষ্ণাঙ্গ শিল্পীদের উপেক্ষা করা হয়, এমন অভিযোগ অনেক পুরোনো। বিশ্লেষকেরা মনে করছেন, বিয়ন্সের এবারের রেকর্ড মনোনয়নে হয়তো সে বিতর্ক কিছু কমবে।

ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন টেলর সুইফট। এএফপি

সুইফট আছেন, সাবরিনাও আছেন
চলতি বছর রেকর্ড চতুর্থবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পান টেলর সুইফট। ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য এবারও পেয়েছেন মনোনয়ন। আরও আছেন চলতি বছরের আলোচিত দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ানও। ‘শর্ট অ্যান্ড সুইট’ দিয়ে টপচার্ট আর স্পটিফাইতে ঝড় তুলেছিলেন সাবরিনা, মনে করা হচ্ছে গ্র্যামির আসরেও বেশ কয়েকটি পুরস্কার বাগিয়ে নেবে এই অ্যালবাম। এবারের গ্র্যামিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন।

সাবরিনা কার্পেন্টার। ছবি: রয়টার্স

এ ছাড়া ছয়টি করে পেয়েছেন চ্যাপেল রোয়ান, সাবরিনা কার্পেন্টার ও টেলর সুইফট। সাম্প্রতিক সময়ে কানাডীয় র‍্যাপার ড্রেকের সঙ্গে কাজিয়ায় জড়িয়ে আলোচনায় ছিলেন কেন্ড্রিক লামার। তবে গ্র্যামিতে সাত মনোনয়ন বাগিয়ে তিনি মনে করিয়ে দিলেন, তাঁকে নিয়ে যত বিতর্কই হোক, গানটা তিনি ভালোই গান।

যত চমক
এবারের গ্র্যামি মনোনয়নের অন্যতম বড় চমক বিটলসের ফেরা! গত বছরই এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে এ গান।

চার্লি এক্সসিএক্স। এএফপি

আগে এককভাবে মনোনয়ন পাননি চার্লি এক্সসিএক্স। অথচ এবার পেয়েছেন ৭ বিভাগে! বিয়ন্সে, সুইফট বা সাবরিনাকে নিয়ে অনেক আলোচনা হলেও অনেকে মনে করেছেন গ্র্যামিতে বাজিমাত করতে পারেন চার্লি। চলতি বছর ‘ব্র্যাট’ অ্যালবাম দিয়ে আলোচনায় ছিলেন ৩২ বছর বয়সী এই ব্রিটিশ গায়িকা।
আশ্চর্যভাবে এবার কোনো কে-পপ শিল্পীই মনোনয়ন পাননি। তবে তাঁরা হয়তো সান্ত্বনা খুঁজতে পারেন ডুয়া লিপা বা মেগান থি স্টেলিয়নের কাছ থেকে। আলোচিত দুই শিল্পীও মনোনয়ন পাননি।

অন্যদিকে ‘ইটারনাল সানশাইন’ আলোচিত হলেও অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাননি আরিয়ানা গ্রান্ডে।

২০২৩ সালের ১৬ থেকে ২০২৪ সালের ৩০ আগস্টের মধ্যে মুক্তি পাওয়া গান ও অ্যালবামগুলো ৬৭তম গ্র্যামি মনোনয়নের জন্য বিবেচিত হয়েছে। মূল অনুষ্ঠান হবে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম এরিনায়

সূত্র: এএফপি, বিবিসি