‘মিছে দুনিয়া’ গানের ভিডিওতে আবুল হায়াত

মিছে দুনিয়া’ গানের ভিডিওতে আবুল হায়াত
কলরব

ইসলামি সংগীত সংগঠন কলরবের পরিচিত মুখ মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘মিছে দুনিয়া’ শিরোনামে মরমি গানের ভিডিওতে দেখা গেছে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। একটি বাড়ির পর্যায়ক্রমে তিন প্রজন্মের মালিক হওয়া গল্পে প্রথম পুরুষ হিসেবে এতে অভিনয় করেছেন তিনি। আবুল হায়াতের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন অভিনেতা রকি খান, তারেক জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উত্তরার একটি শুটিং হাউসে ‘মিছে দুনিয়া’ গানের ভিডিও চিত্র ধারণ হয়েছে। গানটি লিখেছেন হোসাইন নুর। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও বানিয়েছেন নির্মাতা ইয়ামিন এলান। তানজিম রেজার সংগীত পরিচালনায় গানটি বৃহস্পতিবার বিকেলে হলি টিউনে অবমুক্ত হয়েছে।

গানটি বৃহস্পতিবার বিকেলে হলি টিউনে অবমুক্ত হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মিছে দুনিয়া’ গানের ভিডিও চিত্রে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গানটির বিষয়বস্তু, সুর ও গায়কি আমার ভালো লেগেছে, তাই এতে সম্পৃক্ত হয়েছি। বাস্তবতা হলো, পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকব না। সবাইকে চলে যেতে হবে। ক্ষণিকের সুখের জন্য সারাক্ষণ ধনসম্পদের পেছনে না দৌড়িয়ে নানামুখী ভালো কাজ করতে হবে আমাদের। এ গানটি ধর্ম–বর্ণনির্বেশেষে সবার জন্য শিক্ষণীয়।’

দুই শিল্পীর সঙ্গে আবুল হায়াত

গানটির সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামানের ভাষ্যে, ‘আমি এযাবৎ শ্রোতাদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি মরমি নাশিদের জন্য। সংগীতের সমঝদার যাঁরা তাঁরাও আমাকে সব সময় তাগাদা দেন, মরমি নাশিদ নিয়ে কাজ করতে। আমি আপনাদের এই ভালোবাসা ও আবেদনকে সম্মান জানাই। তারই ধারাবাহিকতায় এবারের নাশিদ “মিছে দুনিয়া”।’

ভিডিও দৃশে আবুল হায়াত

প্রসঙ্গত, এর আগে শিল্পীর গাওয়া ‘মালিকরে ভুলিয়া’, ‘মইরা গেলে ফিইরা আসে না’, ‘সেদিনও এমন করে’,‘আজব টাকা’ বেশ কিছু গান নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। তাঁর বেশ কিছু গান বিভিন্ন সময় ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের চার ঘণ্টার মধ্যে ‘মিছে দুনিয়া’ গানটির ভিউ ৩০ হাজার ছাড়িয়েছে।