‘গানওয়ালাদের গান’ শীর্ষক আয়োজনে গাইবেন লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, কাকতাল ও সুহৃদ স্বাগত
‘গানওয়ালাদের গান’ শীর্ষক আয়োজনে গাইবেন লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, কাকতাল ও সুহৃদ স্বাগত

গানওয়ালারা গাইবেন আজ

‘এটা কে লিখেছে?’ রেকর্ডিং স্টুডিওতে গাইছেন তরুণ বব ডিলান। বাইরে থাকা একজন পাশের জনের উদ্দেশে প্রশ্নটা ছুড়ে দেন। যার উদ্দেশে প্রশ্ন, তিনি হাত দিয়ে ডিলানকে দেখিয়ে দেন। প্রশ্নকর্তাকে সন্তুষ্টির হাসি হাসতে দেখা যায়। দৃশ্যটি ডিলানকে নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা জেমস ম্যানগোল্ডের সিনেমা ‘আ কমপ্লিট আননোন’-এর। পুরো ট্রেলারে গীতিকার, সুরকার, শিল্পী ডিলানের শুরুর দিকে সংগ্রাম তুলে ধরা হয়েছে। তরুণ সেই ডিলানের পরে বিশ্বসেরা শিল্পী হয়ে ওঠার গল্পটা অনেকেরই জানা।

সংগীতশিল্পী জয় শাহরিয়ার

শিল্পী বলতে একের ভেতর তিন—গীতিকার, সুরকার ও গায়ক। ডিলানের মতো গীতিকার, সুরকার ও গায়কেরা দেশেও ছিলেন, আছেন। কিন্তু তাঁদের একসঙ্গে করে গানের আয়োজনের কথা খুব শোনা যায়নি। এবার তেমনই উদ্যোগ নিয়েছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’।

তাদের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে ‘গানওয়ালাদের গান’। রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারে এ আয়োজনে গাইবেন লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, কাকতাল ও সুহৃদ স্বাগত।

‘এই ধরনের শিল্পীদের (গীতিকার, সুরকার ও গায়ক) সাধারণত একটা আলাদা দর্শন, নিজস্ব অভিব্যক্তি থাকে। কিন্তু তাঁরা অনেক সময়ই পাদপ্রদীপের আলোর বাইরে থাকেন। সেই জায়গা থেকে এ ধরনের শিল্পীদের নিয়ে আলাদা একটা আয়োজনের কথা ভেবেছি।’ ‘গানওয়ালাদের গান’ আয়োজন করেছে জয় শাহরিয়ারের প্রতিষ্ঠান ‘আজব কারখানা’।

আয়োজনের পোস্টার

আয়োজনটি নিয়ে জানতে চাইলে গতকাল দুপুরে এভাবেই প্রথম আলোকে বললেন তিনি। প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবছর গানের অনুষ্ঠান করেন জয়, এ অনুষ্ঠান করতে গিয়েই গানওয়ালাদের নিয়ে আলাদা আয়োজনের কথা মনে হয় তাঁর।

জয় জানালেন, এই ধারার শিল্পীদের একটা আলাদা শ্রোতা আছে। তাই সবাইকে যদি এক ছাদের নিচের হাজির করা যায়, তাহলে অন্য রকম একটা আবহ তৈরি হবে।

দেশে একটা সময় লাকী আখান্দের মতো শিল্পী ছিলেন। তাঁর লেখা, সুর আর গাওয়া অনেক গানেই ডুবে থাকেন এই সময়ের তরুণেরা। তবে নিজের সময়ে খুব একটা কনসার্টে গাইতে পারেননি শিল্পী। একই কথা প্রযোজ্য ‘এক পায়ে নূপুর তোমার’ দিয়ে পরিচিতি পাওয়া শিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপুর ক্ষেত্রেও।

‘গানওয়ালাদের গান’ নিয়ে জানতে চাইলে লাকী আখান্দ আর তপুর উদাহরণ দিলেন আহমেদ হাসান সানি। এই তরুণ শিল্পীর ভাষ্যে, ‘আগে এই ধারার শিল্পীদের নিয়ে সেভাবে কনসার্ট হতো না। ফলে ব্যান্ডের বাইরে যেসব শিল্পী আছেন, তাঁদের গাওয়ার প্ল্যাটফর্ম ছিল না।

আহমেদ হাসান সানি

কনসার্ট বলতে আমাদের এখানে সাধারণত রক বা ব্যান্ডের গানকেই বোঝানো হয়। অথচ পৃথিবীর সব জায়গাতেই কিন্তু বব ডিলান থেকে শুরু করে এ ধরনের শিল্পীদের নিয়মিত কনসার্ট হয়। আমাদের একটা যা হয় না, এটা খুবই দুঃখজনক। ফলে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের শিল্পীদের গান যাঁরা পছন্দ করেন, তাঁদের একটা শোনার জায়গা তৈরি হবে।’

‘গানওয়ালাদের গান’কে কমিউনিটি আয়োজন বলছেন জয়। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বললেন, ‘সবাই কিন্তু এই আয়োজনের অংশ। এই ধরনের আয়োজন বাণিজ্যিকভাবে চ্যালেঞ্জিং। শো থেকে যে আয় হবে, সেটা সবাই মিলে ভাগ করে নেব। আমার ক্যারিয়ারের শুরুর দিকে এভাবে কাজ করেছি, মেইন স্ট্রিমে এভাবে হয় না। আমাদের আইডিয়া আছে, নতুন অনেক কিছু করতে চাই; পারি না কারণ এগুলোতে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকে। স্পনসর লাগে, টাকা উঠবে কি না সে চিন্তা থাকে। ফলে আইডিয়ার বাস্তবায়ন হয় না।’

এই আয়োজনে যাঁরা গাইবেন, তাঁদের ফেসবুকে ঢুঁ মেরে দেখা গেল, পুরোটাই ‘গানওয়ালাদের গান’ আয়োজনের খবর। জয় মনে করেন, অনুষ্ঠানটি সবাই নিজের মনে করছেন, সে জন্যই এভাবে প্রচার করছেন। গীতিকার, সুরকার, গায়কদের নিয়ে এমন আয়োজন নিয়মিতই করার ইচ্ছা তাঁর।

আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়ে এই আয়োজন চলবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। এই আয়োজনের টিকিট পাওয়া যাচ্ছে ‘আজব কারখানা’র ওয়েবসাইটে।