‘কারার ঐ লৌহ-কবাট’ গানকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নজরুল পরিবারের সদস্যদের মধ্যে
‘কারার ঐ লৌহ-কবাট’ গানকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নজরুল পরিবারের সদস্যদের মধ্যে

‘কারার ঐ লৌহ-কবাট’ বিতর্ক, আরও স্পষ্ট হলো নজরুল পরিবারের বিভাজন

‘পিপ্পা’ ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কবাট’ গানকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নজরুল পরিবারের সদস্যদের মধ্যে। আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন নজরুল পরিবারের সদস্যরা। তাঁরা দাবি করেন, এই গান সিনেমায় দেওয়ার জন্য নজরুল পরিবারের সব সদস্য দায়ী নয়। দায়ী নজরুলের বড় পুত্রবধূ কল্যাণী কাজী ও তাঁর জ্যেষ্ঠ পুত্র অনির্বাণ কাজী।
সংবাদ সম্মেলনে নজরুলের পৌত্র কাজী অরিন্দম ও খিলখিল কাজী দাবি করেন, কল্যাণী কাজী ও অনির্বাণ কাজী পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে দুই লাখ রুপির বিনিময়ে ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

ঢাকা থেকে এসে এই সংবাদ সম্মেলনে যোগ দেন খিলখিল কাজী। তিনি বলেন, এবার ঢাকার মতো কলকাতায়ও গড়া হোক নজরুল একাডেমি, যে একাডেমি নিয়ন্ত্রণ করবেন নজরুল পরিবারের সদস্যরা। তাঁরাই রক্ষা করবেন নজরুলের কর্মজীবনের সব সৃষ্টি। বই প্রকাশ, মুদ্রণ, ভিডিও, অডিও সবকিছুর দায়িত্ব থাকবে এই একাডেমির হাতে। এ নিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি তোলেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে উদ্যোগী হলে নজরুলের সৃষ্টিকে রক্ষা করা যাবে।

এ আর রহমান

কলকাতা প্রেসক্লাবে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল পরিবারের সদস্য খিলখিল কাজী, সুপর্ণা কাজী, অনুরাগ কাজী, অভীপ্সা কাজী প্রমুখ। নজরুলের দুই পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধর পরিবার এখন কলকাতা ও ঢাকায় বাস করছে।

‘কারার ঐ লৌহ-কবাট’ গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে বলিউডে তৈরি হিন্দি ছবি ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়। আর এই গানের রিমেকের সুর দেন অস্কার বিজয়ী ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রাহমান। কিন্তু তিনি গানটির মূল সুর বিকৃত করেছেন বলে অভিযোগ করেন ভক্ত, সংগীতশিল্পী থেকে সুরকারেরা। এ ঘটনার পর ‘পিপ্পা’র নির্মাতারা অবশ্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন।