‘অনুভূতির আলোড়ন’ নামে প্রথম অ্যালবাম নিয়ে এসেছেন তরুণ গায়িকা রোদসী ইসফার ফাতেমী। ২ নভেম্বর ইউটিউব, স্পটিফাইসহ ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।
অ্যালবাম প্রকাশ উপলক্ষে একক কনসার্টে গাইবেন রোদসী। আজ শনিবার বিকেল পাঁচটায় গুলশানের ইএমকে সেন্টারে ‘অনুভূতির আলোড়ন অ্যালবাম রিলিজ কনসার্ট’–এ গাইবেন তিনি। এটির আয়োজন করছে আজব কারখানা।
দুই বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করেছেন রোদসী। এতে মোট ১১টি গান রয়েছে। নিজের কথায় সুর বেঁধেছেন রোদসী। সংগীতায়োজনে তাঁর সঙ্গে রয়েছেন জগৎ জি ও আদিব কবির।
সাংস্কৃতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা রোদসীর। শৈশবে ছায়ানটে গান শিখেছেন। শৈশবে কবিতাও লিখেছেন। ১৮ বছর বয়স থেকে গান লেখা শুরু করেন। সেসব গানই রয়েছে অ্যালবামে। গানের মধ্যে রয়েছে—‘অনুভূতির আলোড়ন’, ‘কাঠের প্রজাপতি’, ‘সমাপ্তি’ ইত্যাদি।
রোদসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন। মার্কিন পপ তারকা টেলর সুইফট তাঁর অনুপ্রেরণা।