ওস্তাদ রশিদ খান। শিল্পীর ফেসবুক পেজ থেকে
ওস্তাদ রশিদ খান। শিল্পীর ফেসবুক পেজ থেকে

ক্যানসারে আক্রান্ত ওস্তাদ রশিদ খানের অবস্থা সংকটাপন্ন

ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অসুস্থ এই সংগীতশিল্পীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইটিটিভি ভারত। প্রস্টেট ক্যানসারে ভোগা রশিদ খানের উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। এ ছাড়া সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, এক মাস ধরে হাসপাতালে ভর্তি আছেন রশিদ খান। ৫৫ বছর বয়সী শিল্পীকে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এর মধ্যেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীর অবস্থা যথেষ্ট সংকটজনক। মেডিসিন ও ক্যানসারের চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

ওস্তাদ রশিদ খান

রশিদ খানের অসুস্থতা নিয়ে তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।