অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও গল্প-গানে দর্শক–শ্রোতাদের মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গতকাল শনিবার সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মঞ্চে সন্ধ্যা ছয়টায় আসর বসে এই শিল্পীর গানের। সংগীতানুষ্ঠানে অঞ্জন দত্ত ও ব্যান্ড দল দ্য ইলেকট্রিক ব্যান্ডের নীল দত্ত, অমিত দত্ত, দেবপ্রতিম ও প্রশান্ত উপস্থিত ছিলেন।
করোনা শুরুর আগে সিডনিতে শেষবার গান পরিবেশন করেছিলেন অঞ্জন দত্ত। সে সময় শোর সব টিকিট বিক্রি হয়ে গেলেও অনেক দর্শকই উপস্থিত হতে পারেননি।
তবে সেই রেশ কাটিয়ে এবার অনুষ্ঠানের প্রচার হতেই প্রায় আট হাজার টাকা মূল্যের টিকিট থেকে শুরু সব টিকিট অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়।
অনুষ্ঠানের দিন গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল হাউসফুল। অঞ্জন দত্তের গান শুনতে সিডনির প্রবাসী বাঙালিরা সবান্ধব উপস্থিত ছিলেন।
অঞ্জন দত্তের কণ্ঠে বাংলা গান শোনে মধুর বাংলার অনুভব করতে অনুষ্ঠানে এসেছেন অনেকে। তেমন একজন সিডনিপ্রবাসী বাংলাদেশি বলেন, ‘বাংলা যে একটি অন্যতম মিষ্টি ভাষা, তা যেকজন শিল্পীর কণ্ঠে ফুটে ওঠে, তাঁদের মধ্যে অঞ্জন দত্ত অন্যতম। তাঁর গান শুনে এক বিশেষ অনুভূতি উপভোগ করি।’
এবারের সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন বাঙালি সিনে ক্লাব অস্ট্রেলিয়া।