ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তবলাবাদক হিসেবে দুনিয়াজুড়ে ব্যাপক খ্যাতি পেয়েছেন তিনি। তবে জানতেন কি তিনি হিন্দি সিনেমায় অভিনয়ও করেছেন। ইকোনমিক টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক অভিনেতা জাকির হোসেনের খবর।
বলিউডের সিনেমায় অভিনয় করেছেন বটে, তবে জাকির হোসেনের বড় পর্দায় অভিষেক হয় ব্রিটিশ সিনেমা ‘হিট অ্যান্ড ডাস্ট’ দিয়ে। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল জেমস আইভরি পরিচালিত সিনেমাটি। ঐতিহাসিক ড্রামা ঘরানার এই সিনেমা কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়নও পায়। ভারতে ব্রিটিশ শাসনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে ইন্দের লাল চরিত্রে অভিনয় করেন জাকির হোসেন।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া জাফর হাইয়ের গোয়েন্দা সিনেমা ‘দ্য পারফেক্ট মার্ডার’-এও দেখা যায় প্রয়াত এই তবলাবাদককে। ছবিটিতে ছিলেন নাসিরউদ্দিন শাহ।
১৯৯২ সালে আরেকটি ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা ‘মিস বিউটিস চিলড্রেন’-এও দেখা যায় জাকির হোসেনকে। মাঝে ‘থানদুবিতান এন্নাই’ নামের একটি তামিল ছবিতে অতিথি চরিত্রেও অভিনয় করেন।
তবে জাকির হোসেন চমকে দেন ‘সাজ’ সিনেমায় অভিনয় করে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সাই পরানজিয়ে পরিচালিত এই সিনেমায় জাকির ছাড়া ছিলেন শাবানা আজমি ও অরুণা ইরানি। ছবিটিতে ‘হিমান দেশাই’ চরিত্রে দেখা যায় জাকির হোসেনকে। মনে করা হয়, এ ছবিটি নির্মিত হয়েছিল লতা মঙ্গেশকর ও আশা ভোসলের জীবন অবলম্বনে। জাকির হোসেন অভিনয় করেছিলেন আশা ভোসলের স্বামী আর ডি বর্মণের চরিত্রে।
চলতি বছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘মাঙ্কি ম্যান’-এও দেখা যায় জাকির হোসেনকে। তবে এ সিনেমায় তবলাবাদক জাকির হোসেন হিসেবেই হাজির হয়েছিলেন তিনি।
অভিনয় ছাড়া বেশ কয়েকটি সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন জাকির হোসেন। এর মধ্যে অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ইসমাইল মার্চেন্টের ‘ইন কাস্টুডি’ উল্লেখযোগ্য।