আগামী বছরের জানুয়ারিতে ভারতে আসছে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। যা নিয়ে ভারতে উন্মাদনা তুঙ্গে।ওয়েবসাইট বুক মাই শো কনসার্টের টিকিট বিক্রি করছে। বিক্রি শুরু হয়েছে গতকাল রোববার। তবে বিক্রি শুরুর কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করে গেল বুক মাই শোর ওয়েবসাইট। খবর টাইমস অব ইন্ডিয়ার
আট বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে কোল্ডপ্লে। প্রিয় ব্যান্ডের কনসার্ট হবে, এই ঘোষণা শোনার পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কিছুদিন আগে জানা যায়, ২২ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরু হবে।
সেই মতোই গতকাল সকাল থেকে হাতে ফোন নিয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা। একসঙ্গে প্রচুর লোক বুক মাই শোর ওয়েবসাইটে চেক ইন করায় ক্র্যাশ করে যায় সেটি। কিছুক্ষণ পর অবশ্য ঠিক করা হয়।
কেন এত উন্মাদনা? এক ভক্তের কথায়, প্রথমত এই কনসার্টের জন্য আট বছর অপেক্ষা করতে হয়েছে। তাই ব্যান্ডটির ‘মিউজিক অব দ্য স্ফেয়ার্স’, ‘উই প্রে’, ‘ইয়ালো’, ‘ফিক্স ইউ’, ‘ভিভা লা ভিদা’র মতো গান শুনতে এত আগ্রহ ভক্তদের।
এই কনসার্ট নিয়ে উন্মদনার আরেকটি কারণ, টিকিটের দাম। মাত্র ২ হাজার ৫০০ রুপি থেকে শুরু হচ্ছে টিকিট। তাই মানুষ সাধ্যের মধ্যে পছন্দের শিল্পীর গান সামনে থেকে যে শুনবে, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে ভারতীয় ভক্তদের জন্য নতুন সুখবর দিয়েছে কোল্ডপ্লে। টিকিট নিয়েই উন্মাদনার মধ্যেই মুম্বাইতে তৃতীয় কনসার্টের ঘোষণা দিয়েছে তাঁরা। এর আগে জানা গিয়েছিল, ২০২৫ সালের ১৮ ও ১৯ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে হবে দুটি কনসার্ট। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি মুম্বাইতে হবে তৃতীয় কনসার্ট। এক্স হ্যান্ডেলে এ ঘোষণা দিয়েছে কোল্ডপ্লে।
কোল্ডপ্লে ভারতে আসছে তাদের ‘মিউজিক অব দ্য স্পেয়ার্স ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে।