শনিবার অনুষ্ঠিত এবারের ব্যান্ড ফেস্টে দেশের ১২টি ব্যান্ড অংশ নিয়েছে। ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে
শনিবার অনুষ্ঠিত এবারের ব্যান্ড ফেস্টে দেশের ১২টি ব্যান্ড অংশ নিয়েছে। ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

১২ ব্যান্ড নিয়ে উৎসব

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় এক দশক আগে শুরু হয় ব্যান্ড ফেস্ট। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হওয়া এই উৎসবে প্রতিবছরের ১ ডিসেম্বর উদ্‌যাপন করা হয়। এবার ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হয়েছে এক দিন পর, ২ ডিসেম্বর। শনিবার অনুষ্ঠিত এবারের ব্যান্ড ফেস্টে দেশের ১২টি ব্যান্ড অংশ নিয়েছে। গান গেয়েছেন মেহরীন এবং চ্যানেল আই সেরাকণ্ঠের সপ্তম আসরের শিল্পীরা।

ব্যান্ড ফেস্ট আয়োজনের প্রকল্পপ্রধান ইজাজ খান জানান, এবারের উৎসবে অংশ নিয়েছে আর্ক, ব্ল্যাক, অবসকিওর, মেকানিক্স, ভাইকিংস, চাইম অ্যান্ড খালিদ, স্টোন, নাটাই, সাসটেইন, তরুণ ব্যান্ড, এফ মাইনর এবং ব৶হ্মপুত্র। ব্যান্ড ফেস্ট শুরুর সময় থেকে এটি চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হলেও গত বছর তা বড় পরিসরে হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে।

ইজাজ খান বলেন, ‘আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে। এই উদ্যোগের সঙ্গে তখন যুক্ত হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। ১ ডিসেম্বর ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেওয়া হয়।

গাইছেন হাসান। ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

সেই সঙ্গে ডিসেম্বরের প্রথম শুক্রবার জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করা হয়। গেল বছরও সেটি হয়েছে। তবে এ বছর নির্বাচনী কর্মকাণ্ডের কারণে বড় পরিসরে করা সম্ভব না হলেও চ্যানেল আই চত্বরে ছোট পরিসরে করতে পেরেছি, এটাই বড় বিষয়।’

‘ব্যান্ড ফেস্ট–২০২৩’ উপস্থাপনা করছেন সাফি আহমেদ, মোনামি মেহনাজ ও দীপ্তি। এই উৎসব সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।