দূর্বাদল চট্টোপাধ্যায় ও প্রদীপ কুমার নন্দী
দূর্বাদল চট্টোপাধ্যায় ও প্রদীপ কুমার নন্দী

দূর্বাদল চট্টোপাধ্যায়ের সংগীত পরিচালনায় গাইবেন প্রদীপ

পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়ের সংগীত পরিচালনায় গাইবেন ঢাকার নজরুলসংগীতশিল্পী প্রদীপ কুমার নন্দী। এর মধ্যে ‘শোন্ ও সন্ধ্যা-মালতী, বালিকা তপতী’, ‘সতীহারা উদাসী ভৈরব কাঁদে’, ‘দেবযানীর মনে—প্রথম প্রীতির কলি জাগে’সহ ১৮টি নজরুলসংগীত রয়েছে।

দূর্বাদল চট্টোপাধ্যায়

এর আগে ২০১৪ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত প্রদীপ কুমারের ‘উদার প্রাতে’ অ্যালবামেরও সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
এক দশক পর আবারও দূর্বাদলের সঙ্গে কাজ করছেন নজরুলসংগীতশিল্পী প্রদীপ কুমার। তিনি আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, কাজী নজরুল ইসলামের সৃষ্ট মোট ১৮টি রাগের ওপর ১৮টি গান করবেন তিনি। আগামী জুলাই মাসে দূর্বাদল চট্টোপাধ্যায়ের কলকাতার স্টুডিওতে গানগুলো রেকর্ড করবেন। সব গান একসঙ্গে প্রকাশ করা হবে।

প্রদীপ কুমার নন্দী

প্রদীপ কুমার বলেন, ‘কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগগুলোকে শ্রোতাদের সামনে আনতেই গানগুলো করার পরিকল্পনা করেছি।’
‘উদার প্রাতে’সহ ‘অচেনা সুরে’, ‘মৃদু ভাষিণী’, ‘অরুণরঞ্জনী’ শিরোনামে নজরুলসংগীতের চারটি অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। তিনি বাংলাদেশ বেতার ও বিটিভির রাগসংগীত ও নজরুলসংগীতের একজন নিয়মিত শিল্পী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নজরুলসংগীতে স্নাতকোত্তর করেছেন প্রদীপ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুলের গান: সুরকার প্রসঙ্গে’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন তিনি।
বর্তমানে ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগের প্রধান ও পরিবেশন শিল্পকলা অনুষদের ডিনের দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার।